সবুজ হচ্ছে ভারত, দেশে বৃদ্ধি পেয়েছে বনাঞ্চল, কোন রাজ্যে সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

forest

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উষ্ণায়নের জেরে উর্বর জমিও হয়ে যাচ্ছে চাষের অযোগ্য, শুকিয়ে যাচ্ছে মাঠ, বদলে যাচ্ছে শীত, গ্রীষ্ম, বর্ষা মরশুমের সময়। দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স কপালে ভাঁজ ফেলে দিয়েছে পরিবেশবিদদের। এর মাঝেই ভালো খবর শোনাল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। ভারতে বৃদ্ধি পেয়েছে বনাঞ্চলের পরিমাণ। সবুজ হচ্ছে দেশ।

ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট (ISFR Report 2023) অনুযায়ী, গত দুই বছরে দেশের অতিরিক্ত প্রায় ১.৪৪৫ বর্গ কিমি এলাকা ঢেকেছে সবুজ বনানিতে। বন-জঙ্গলে আবৃত মোট ৮ লক্ষ বর্গ কিমি এলাকা রয়েছে দেশে। যা দেশের ভৌগলিক এলাকার প্রায় ২৫ শতাংশ।

বনাঞ্চল বৃদ্ধি পাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে ছত্তিসগড় (৬৮৩.৬২ বর্গ কিমি)। এর পরেই রয়েছে উত্তরপ্রদেশ (৫৫৯.১৯ বর্গ কিমি), ওডিশা (৫৫৮.৫৭ বর্গ কিমি), রাজস্থান (৩৯৪.৪৬ বর্গ কিমি) এবং ঝাড়খন্ড (২৮৯.৯৬ বর্গ কিমি)।

আরো পড়ুন:– মাটি খুঁড়তে উঁকি দিল ৪ স্তরের ঐতিহাসিক ভাভ, তৈরির কারণ জানলে অবাক হবেন

অন্য দিকে, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা, হায়দরাবাদ এবং মুম্বাইয়ের মতো শহরগুলির মধ্যে দিল্লিতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে (১৯৪.১৫ বর্গ কিমি), তার পরেই মুম্বই (১১০.৮৪ বর্গ কিমি) এবং বেঙ্গালুরু (৮৯.৬১ বর্গ কিমি)। আইএসএফআর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২১-এর তুলনায় ছয়টি শহরে বনের আয়তন ২.০৯ বর্গ কিলোমিটার বেড়েছে।

বনাঞ্চল বৃদ্ধি পাওয়ার জন্য কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়ার পরিমাণও বেড়েছে দেশে। যে হারে বনাঞ্চল বৃদ্ধি পেতে দেখা গিয়েছে তাতে ২০৩০ সালের মধ্যে বাতাস থেকে ৩১.৭১ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়ার ক্ষমতা তৈরি হবে।

তবে এত কিছুর মধ্যে কিছুটা আশঙ্কার বিষয়ও রয়েছে। আইএসএফআর রিপোর্ট বলছে, দেশে ম্যানগ্রোভ অরণ্য এলাকা কমেছে আগের তুলনায়। দেশে মোট ৪,৯৯১.৬৮ বর্গ কিমি জায়গা জুড়ে ম্যানগ্রোভ রয়েছে। কমেছে প্রায় ৭.৪৩ বর্গ কিমি জায়গা। ম্যানগ্রোভ এলাকা সবথেকে বেশি কমেছে গুজরাটে। এমনকী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও প্রায় ৪.৬ বর্গ কিমি ম্যানগ্রোভ এলাকা হ্রাস পেয়েছে।

আরো পড়ুন:– ৩ দিন বেপাত্তা বিমানের খোঁজ মিলল অদ্ভুত জায়গায়, ঘনাচ্ছে রহস্য

আরো পড়ুন:– ভিডিয়ো নিয়ে কড়া গাইডলাইন জারি YouTube-এর, চালানোর আগে জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন