সব রেকর্ড ভাঙতে চলেছে Airtel, আম্বানির Jio-কে চ্যালেঞ্জ দিয়ে বড় ঘোষণা মিত্তলের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

jio

Bangla News Dunia , Rajib : গ্রাহকদের সঠিক এবং সেরা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে টেলিকম শিল্পের বাজারে কার্যত Jio এবং Airtel- এর মধ্যে বেশ রেষারেষি চলে। কখনও একচেটিয়া বাজার দখল করে Jio তো আবার কখনও Jio কে টেক্কা দিয়ে এগিয়ে আসে Airtel। রিপোর্ট সূত্রে জন্য গিয়েছে এ বছর টেলিকম ক্ষেত্রে শেয়ার বাজারে সেরা পারফরমার হচ্ছে Airtel। আর এই আলোচনায় এবার উঠে এল আরেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেটি হল স্যাটেলাইট ইন্টারনেট।

টেলিকম জগতে ইন্টারনেট এর এই বিপুল সুবিধা আজকের সময় এসেও খুবই কম লোক উপভোগ করতে পারছে। এখনও বিশ্বের অনেক জায়গায় ইন্টারনেট ঠিকভাবে পৌঁছতে পারেনি। যার মধ্যে ভারত অন্যতম। সব জায়গায় তাই ইন্টারনেট ছড়িয়ে দিতে একেবারে তীব্র প্রতিযোগিতা চলছে Airtel এবং Jio র মধ্যে। তেমনই স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। একদিকে জিও এবং অপরদিকে এয়ারটেল। সমালোচনা যেন কিছুতেই থামছে না। তবে এবার সম্প্রতি এয়ারটেল এর চেয়ারম্যান সুনীল মিত্তল এক বিস্ফোরক দাবি জানালেন।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

স্যাটেলাইট ইন্টারনেটকে ম্যাজিক বুলেট আখ্যা মিত্তলের!

এদিন এক সম্মেলন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল জানিয়েছেন, “প্রায় ২ বিলিয়ন মানুষের এখনও ইন্টারনেট সংযোগ নেই। ভারতের ক্ষেত্রেও তাই দেখা যায়। বনাঞ্চল এবং উপকূলরেখার মানুষের কাছে মোবাইল নেটওয়ার্ক বা ফাইবার সংযোগ এখনও পর্যন্ত পৌঁছয়নি। তাই এ ধরনের এলাকায় সংযোগ স্থাপনে স্যাটেলাইট নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।” এক্ষেত্রে তিনি স্যাটেলাইট ইন্টারনেটকে ম্যাজিক বুলেট বলে বর্ণনা করেছেন। মিত্তল আরও বলেন “স্যাটেলাইট নেটওয়ার্ক আমাদের জন্য এক নতুন সুযোগ এর দরজা খুলে দিতে চলেছে। যার সাহায্যে টেলিকম অপারেটররা সমস্ত নেটওয়ার্ক এলাকাকে কভার করতে শুরু করবে।”

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য প্রয়োজন সরকারের অনুমতি

রিপোর্টে দেখা গিয়েছে ভারতের ২৫ শতাংশ এলাকায় বসবাসকারী মানুষ ভালো ইন্টারনেট সংযোগ পান না। এই ধরনের অসুবিধা দুর করার জন্য একমাত্র স্যাটেলাইট ইন্টারনেট দরকার। আর তাই Airtel তার নাগরিকদের খুব দ্রুত ইন্টারনেট সংযোগ প্রদান করতে চলেছে বলে এমনটাই দাবি করছে সংস্থা। ইতিমধ্যেই মোট জনসংখ্যার ৯৫ শতাংশ গ্রাহক ইন্টারনেটে উচ্চ-মানের সংকেত পাচ্ছেন। এদিনের সম্মেলনে মিত্তল আরও জানান যে, “গুজরাটে দুটি গ্রাউন্ড স্টেশন এবং পুদুচেরিতে একটি গ্রাউন্ড স্টেশনও প্রস্তুত রয়েছে। আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই আমাদের পক্ষ থেকে পরিষেবাটি চালু করা হবে। এখন বাকি শুধু সরকারের অনুমতি”।

#End

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন