Bangla News Dunia, দীনেশ : এক সময় তাঁদের ‘সম্পর্ক’ সাড়া ফেলেছিল গোটা বাংলায়। অসম বয়সী যুগলের ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ খবর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলেন সকলেই। পরিস্থিতির চাপে দু’জনেই তখন জেলে। না, প্রেমের কারণে নয়, শিক্ষা নিয়োগ দুর্নীতিতে প্রধান অভিযুক্ত হিসেবে। বর্তমানে একজন জেলের বাইরে, অপরজন জেলবন্দি। তাহলে ‘অপার’ সেই সম্পর্ক আজও কি আছে? এর জবাব সঠিকভাবে দেওয়া না গেলেও, ‘অপার’ ‘পা’ কিন্তু এখনও ‘অ’ কে নিয়ে ভাবেন। মানে বৃহস্পতিবার বিচার ভবনের (Court) ছবিটা তাই বলছে।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
এদিন নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল কলকাতা বিচার ভবনে। সেই সূত্রেই সেখানে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। আদালত কক্ষ থেকে বেরনোর সময় মামলা সংক্রান্ত খোঁজখবর নিতে আইনজীবীর সঙ্গে কথা বলতে দাঁড়ান পার্থ। প্রায় মিনিট দশেক কথা হয়। সেই সময় অর্পিতাও চলে আসেন। পাশাপাশি দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেন দু’জনে। আদালত ছেড়ে বেরনোর সময় পার্থ অর্পিতাকে বলেন, ‘আসি, ভালো থেকো।’গত মঙ্গলবার থেকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলার শুনানি শুরু হয়েছে বিচারভবনে। শুনানি শুরুর দিনও দেখা হয়েছিল পার্থ ও অর্পিতার। কিন্তু সেদিন কথা হয়নি দু’জনের। শুধু একে অপরের দিকে হাসি বিনিময় করেছিলেন।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত