Bangla News Dunia, দীনেশ :- বর্ষবরণের রাতে হাড়হিম করা এক হত্যাকাণ্ডের সাক্ষী রইল লখনউ (Lucknow)। হোটেলে মা ও ৪ বোনকে খুনের অভিযোগ (Murder) উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনকি খুন করার পর একটি ভিডিও করেছে অভিযুক্ত। কী কারণে এই কাণ্ড ঘটিয়েছে তা অভিযুক্ত ওই ভিডিওতে জানিয়েছে। জানা গিয়েছে, পরিবারের সম্মান রক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছে অভিযুক্ত। ইতিমধ্যেই অভিযুক্ত ওই যুবক আরশাদকে (২৪) গ্রেপ্তার (Arrested) করেছে পুলিশ।
আরো পড়ুন :- ২০২৪ সালে ভারতীয়রা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করলেন ? একনজরে দেখে নিন তালিকা
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আরশাদ আগ্রার (Agra) বাসিন্দা। গত ৩০ ডিসেম্বর আরশাদ তার মা ও চার বোন আলিয়া (৯), আলিশা (১৯), আকসা (১৬) ও রেহমিনের (১৮) সঙ্গে লখনউয়ের একটি হোটেলে উঠেছিল। সেখানেই সকলকে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার ও মদ খাওয়ায় আরশাদ। তারপর মা ও ৪ বোনকে শ্বাসরোধ করে এবং হাতের শিরা কেটে খুন করে অভিযুক্ত। ভিডিওতে আরশাদ অভিযোগ করে জানিয়েছে, আগ্রায় তাদের সম্পত্তি প্রতিবেশীরা দখল করে নিচ্ছে এবং বোনেদের হায়দরাবাদে বিক্রির পরিকল্পনা করেছে। তাই এসবের হাত থেকে পরিবারকে বাঁচাতেই এই পদক্ষেপ নিতে হয়েছে।
এই ঘটনায় আরশাদের বাবাও জড়িত বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরশাদকে গ্রেপ্তার করলেও তার বাবা পলাতক। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025