‘সম্মান রক্ষা করতে খুন করলাম’, মা ও চার বোনকে মেরে ভিডিও বার্তা যুবকের

By Bangla News Dunia Dinesh

Published on:

breaking , mormantik

Bangla News Dunia, দীনেশ :- বর্ষবরণের রাতে হাড়হিম করা এক হত্যাকাণ্ডের সাক্ষী রইল লখনউ (Lucknow)। হোটেলে মা ও ৪ বোনকে খুনের অভিযোগ (Murder) উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনকি খুন করার পর একটি ভিডিও করেছে অভিযুক্ত। কী কারণে এই কাণ্ড ঘটিয়েছে তা অভিযুক্ত ওই ভিডিওতে জানিয়েছে। জানা গিয়েছে, পরিবারের সম্মান রক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছে অভিযুক্ত। ইতিমধ্যেই অভিযুক্ত ওই যুবক আরশাদকে (২৪) গ্রেপ্তার (Arrested) করেছে পুলিশ।

আরো পড়ুন :- ২০২৪ সালে ভারতীয়রা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করলেন ? একনজরে দেখে নিন তালিকা

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আরশাদ আগ্রার (Agra) বাসিন্দা। গত ৩০ ডিসেম্বর আরশাদ তার মা ও চার বোন আলিয়া (৯), আলিশা (১৯), আকসা (১৬) ও রেহমিনের (১৮) সঙ্গে লখনউয়ের একটি হোটেলে উঠেছিল। সেখানেই সকলকে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার ও মদ খাওয়ায় আরশাদ। তারপর মা ও ৪ বোনকে শ্বাসরোধ করে এবং হাতের শিরা কেটে খুন করে অভিযুক্ত। ভিডিওতে আরশাদ অভিযোগ করে জানিয়েছে, আগ্রায় তাদের সম্পত্তি প্রতিবেশীরা দখল করে নিচ্ছে এবং বোনেদের হায়দরাবাদে বিক্রির পরিকল্পনা করেছে। তাই এসবের হাত থেকে পরিবারকে বাঁচাতেই এই পদক্ষেপ নিতে হয়েছে।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

এই ঘটনায় আরশাদের বাবাও জড়িত বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরশাদকে গ্রেপ্তার করলেও তার বাবা পলাতক। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন