Bangla News Dunia, দীনেশ দেব :- সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় সুখবর দিলো কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারি কর্মীরা ( Central Government Staff ) ১ লা জানুয়ারি ২০২০ থেকে বাড়তি ২১ শতাংশ ডি এ পাবেন। গত দু – মাসের ডি এ তারা পাবেন। এই দিন বৃহস্পতি বার কেন্দ্রের মোদী সরকার কেবিনেট মিটিংয়ে এই ডি এ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করে।
[ আরো পড়ুন :- চলন্ত ট্রেনে পাথর,ক্ষতিগ্রস্ত যাত্রীরা ]
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই কথা প্রেস কনফারেন্স জানান। এই দিন প্রকাশ জাভড়েকর জানান এই ডি এ বৃদ্ধির ফলে ১ কোটি ১৩ লাখ পরিবার উপকৃত হবেন। এছাড়া ৪৮ লক্ষ সরকারি কর্মী ও ৬৫ লাখ কেন্দ্রীয় সকারের পেনশন ভোগীরা উপকৃত হবেন। তিনি আরো জানান এই ডি এ বৃদ্ধির ফলে সরকারের ১৪ হাজার ২৯৫ লাখ টাকার অতিরিক্ত খরচ বাড়বে।
সপ্তম পে – কমিশনের রিপোর্টের পর ২০১৬ সালে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। তখন সরকারি কর্মচারীরা উপকৃত হয়েছিলেন। আর এবার ডি এ বাড়ার ফলে আবারো উপকৃত হবেন তারা।