Bangla News Dunia, দীনেশ : রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের তথ্য সংরক্ষণ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতদিন পর্যন্ত এই তথ্যগুলি দিল্লি জাতীয় ডেটা সেন্টারে সংরক্ষণ করে রাখা হত। তবে এবার থেকে রাজ্যের নিজস্ব ওয়েস্ট বেঙ্গল ডেটা সেন্টারে এই সমস্ত তথ্য সংরক্ষণ করে রাখা হবে।
তথ্য সংরক্ষণের নতুন নিয়ম
রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প, যেমন- কৃষক বন্ধু, কন্যাশ্রী, বাংলা আবাস যোজনা এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের যাবতীয় খরচ পুরোপুরি রাজ্যের নিজস্ব কোষাগার থেকে পরিচালনা করা হয়। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যে সমস্ত প্রকল্প রাজ্যের নিজস্ব অর্থায়নে চলছে, সেগুলির তথ্য রাজ্যের নিজস্ব ডেটা সেন্টারে সংরক্ষণ করে রাখা হবে।
অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, কেন্দ্র থেকে তথ্য হস্তান্তর করা হলেও আগের সমস্ত ডেটার একটি ব্যাকআপ জাতীয় ডেটা সেন্টারে রাখা হবে। এই স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সমস্ত তথ্য রাজ্যের নিয়ন্ত্রণাধীন করে রাখা হবে।
৭ই ফেব্রুয়ারি পোর্টাল সাময়িকভাবে বন্ধ থাকবে
তথ্য স্থানান্তরের প্রক্রিয়া চালু করতে আগামী ৭ই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত স্বাস্থ্য প্রকল্পের পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এই সময়ে কোনরকম এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড বা পোর্টাল ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই
পরিষেবা চালু রাখতে বিশেষ ব্যবস্থা
পোর্টাল বন্ধ থাকাকালীন সময়ে সুবিধাপ্রাপক এবং চিকিৎসা পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির যাতে কোন রকম অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে রাজ্য সরকার বিশেষ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করেছে।
বিজ্ঞপ্তিতে যে ব্যবস্থাগুলি উল্লেখ রয়েছে সেগুলি হল-
- চিকিৎসা পরিষেবা- পোর্টাল বন্ধ থাকলে সুবিধাপ্রাপকরা যথারীতি চিকিৎসা পরিষেবা পাবেন।
- রোগী ছাড়ের ব্যবস্থা- হাসপাতাল থেকে রোগী ছাড় বা অন্য কোনরকম পরিষেবার ক্ষেত্রে কোন অসুবিধা হবে না।
- পোর্টালের অ্যাক্সেস- নির্ধারিত সময়সীমার পর পোর্টালে সমস্ত তথ্য এবং এনরোলমেন্ট সার্টিফিকেট পাওয়া যাবে।
আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল
রাজ্যের নিজস্ব ডেটা সেন্টার কীভাবে কাজ করবে?
নতুন ডাটা সংরক্ষণ প্রক্রিয়া চালু হওয়ার ফলে রাজ্যের তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনা এবার থেকে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য হবে। এটি সরকারি প্রকল্পগুলির পর্যবেক্ষণ এবং বাস্তবায়ন করতে আরও সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে।
এই পরিবর্তন রাজ্য সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যা তথ্যের স্বচ্ছতা এবং নিরাপত্তা বাড়াবে। একই সঙ্গে সুবিধাপ্রাপক এবং চিকিৎসা পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির যাতে কোনরকম অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। রাজ্যের সরকারি কর্মীদের জন্য এটি একটি ইতিবাচক পদক্ষেপ তা বলাই যায়।
আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?