Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সরকারি চিকিৎসকরা সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রাইভেট প্র্যাক্টিস করতে পারবেন না। প্রত্যেক চিকিৎসককে সপ্তাহে ন্যূনতম ৬ দিন এবং ৪২ ঘণ্টা ডিউটি করতে হবে — দু’দিন আগেই জানিয়েছিল স্বাস্থ্য ভবন। সোমবার এল আরও কড়া নির্দেশিকা। নতুন নির্দেশনামায় জানানো হয়েছে, সরকারি চিকিৎসকদের কর্মক্ষেত্রের ২০ কিমির বাইরে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস। পাশাপাশি ডিরেক্টর অব হেলথ সার্ভিস (DHC) বা ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশনের (DME) থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে হবে প্রাইভেট প্র্যাকটিসের জন্য।
স্বাস্থ্য ভবন আগেই জানিয়েছিল, সপ্তাহে ৪২ ঘণ্টা ডিউটির পাশাপাশি রাতে অন–কল ডিউটিতে কোনও চিকিৎসক থাকলে তিনি পরের দিন ‘ডে অফ’ নিতে পারবেন না। একই ইউনিটে দু’জনের বেশি শিক্ষক-চিকিৎসক একসঙ্গে ছুটি নিতে পারবেন না। রোজ রাতে বিভিন্ন বিভাগের কোনও না কোনও শিক্ষক-চিকিৎসককে থাকতে হবে। যথেচ্ছ প্রাইভেট প্র্যাকটিস-এ লাগাম টানতে ‘রস্টার’ বেঁধে দেওয়া হয়েছিল আগেই।
আরও পড়ুন:– ‘এত নীচে নামবে…’, বিজেপি নেতার মন্তব্যে কান্নায় ভেঙে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী
নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি চিকিৎসকরা নিজেদের কর্মস্থলের বেশি দূরে গিয়ে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ পাবেন না। উত্তরবঙ্গে কোনও চিকিৎসক দক্ষিণবঙ্গে এসে প্রাইভেটে রোগী দেখার সুযোগ পাবেন না। প্রাইভেট প্র্যাকটিসের জন্য শুধুমাত্র নন-প্র্যাকিটিসিং অ্যালাউয়্যান্স না নিলেই হবে না, প্রয়োজন হবে এনওসির। সোজা কথায়, প্রাইভেট প্র্যাকটিসের জন্য ঊর্ধ্বতনের অনুমতি ব্যতীত এক পাও চলতে পারবেন না সরকারি চিকিৎসকরা।
প্রসঙ্গত, আরজি কর আন্দোলনের সময়ই চিকিৎসকদের কর্মবিরতি চলাকালীন বহু চিকিৎসকদের চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের নিয়ে একটি বৈঠকে তিনি জানিয়েছিলেন, কর্মবিরতি চলাকালীন ৫৬৩ জনের প্রাইভেট প্র্যাকটিসের তথ্য রয়েছে তাঁর হাতে।
আরও পড়ুন:– একা মায়ের লড়াইয়ে উদ্ধার পাচার হওয়া কন্যা, পড়ুন রুদ্ধশ্বাস কাহিনী
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025