Bangla News Dunia, দীনেশ : বর্তমানে বাবা-মায়েরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সন্তানদের লেখাপড়ার জন্য বেছে নেন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলকে (School)। প্রায়শই শোনা যায়, বাংলা মাধ্যম স্কুলে ভর্তির দিকে কম ঝুঁকছেন অভিভাবকেরা। কিন্তু কেন্দ্রের রিপোর্ট পেশ হতেই অবাক হলেন রাজ্যবাসী। রিপোর্ট অনুযায়ী, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল নয়, রাজ্যের পড়ুয়ারা সরকারি স্কুলে পড়তেই আগ্রহ দেখাচ্ছে। সঙ্গে এও বলা হয়েছে রাজ্যজুড়ে গত ১ বছরে স্কুলছুটের সংখ্যা একেবারেই নেই। স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই দুই তথ্যে বেজায় খুশি বাংলার শিক্ষকমহল।
এদিন কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গের লেখাপড়ার পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট পেশ করা হয়। তাতে সাফ বলা হয়েছে, বাংলায় সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলে পড়ুয়ায়দের সংখ্যা বেড়েছে। বেসরকারি নয়, সরকারি স্কুলে পড়তেই পছন্দ করছে রাজ্যের পড়ুয়ারা।
আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা
এরই পাশাপাশি কেন্দ্রের রিপোর্টে দাবি, গত ১ বছরে পশ্চিমবঙ্গে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে কোনও পড়ুয়া স্কুলছুট (School Dropout Rate) হয়নি। এমনকি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়া মাঝপথে স্কুল ছাড়েনি। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাংলায় নবম-দশম শ্রেণির স্কুলছুটের সংখ্যা বেড়েছে। যা যথেষ্ট চিন্তার বলে মত শিক্ষকমহলের।
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
অন্যদিকে, বাংলায় সরকারি স্কুলের দিকে পড়ুয়াদের আগ্রহ এবং স্কুলছুটের হার শূন্য হওয়ায় বেজায় খুশি শিক্ষক এবং অভিভাবকেরা। শিক্ষকদের একাংশের মতে, সরকারি উন্নয়নমূলক প্রকল্পের ফলস্বরূপ আজ এই দিন সবাই দেখছেন। এটা কে ধরে রাখতে পারলে বাংলার পড়ুয়ারা অনেক দূর এগোবে। সঙ্গে দেশজুড়ে বাংলার নাম উজ্জ্বল হবে।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025