Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছেলেমেয়েদের জন্য সরকার আনল নতুন এক প্রকল্প (Government Scheme). সেই প্রকল্পে প্রতিমাসে পাবেন ৫০০০ টাকা। যেহেতু বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগিতা অনেক, আর প্রার্থী সংখ্যা তুলনামূলকভাবে বেশি, ফলে যা দেখা যাচ্ছে সরকারি চাকরির আশা অনেকটাই কমে যাচ্ছে। বেসরকারি ক্ষেত্রের প্রতি আগ্রহ বাড়ছে। এরই মাঝে সরকার চালু করেছে নতুন প্রকল্প। সেই প্রকল্পের বিবরণ জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।
PM Internship Scheme In India
বর্তমানে পড়াশোনা শেষ করে চাকরির সন্ধান করছেন যুবক-যুবতীরা। এবার কর্মসংস্থানের সুব্যবস্থা করতে তাই কেন্দ্রীয় সরকার পরিচিত করলো নতুন প্রকল্প পিএম ইন্টার্নশিপ স্কিম। গত বছরের বাজেট ঘোষণার সময়েই অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এই প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যেই মোট ১ কোটি ছেলেমেয়ে দেশের বিভিন্ন নামিদামি সংস্থায় প্রশিক্ষণ পাবেন। প্রতিমাসে পাবেন নির্দিষ্ট স্টাইপেন্ড। এর দ্বারা যেমন তাঁদের অভিজ্ঞতা বাড়বে, কর্মজগতের সঙ্গে পরিচিতি বাড়বে ঠিক তেমনভাবে চাকরিও পাবেন যুবক যুবতীরা।
PM Internship Scheme Benefits
কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন প্রকল্প পিএম ইন্টার্নশিপ স্কিমের সুবিধাগুলি দেখে নিন- ১) প্রথমত, এই নতুন প্রকল্প তথা পিএম ইন্টার্নশিপ স্কিমে প্রশিক্ষণ নেওয়ার সময় আপনি প্রতিমাসে পাবেন ৫০০০ টাকা করে ভাতা। ২) এছাড়াও পাবেন এককালীন ৬০০০ টাকা। ৩) এই প্রকল্পে সর্বমোট ১ কোটি কর্মসংস্থানের জন্য ৫০০টি কোম্পানির সাথে কথা বলা হবে। এর ফলে ছেলেমেয়েরা ১২ মাসের জন্য চাকরি পাবেন।
PM Internship Scheme Eligibility
- এই প্রকল্পের আবেদনকারীকে অবশ্যই হতে হবে ভারতীয় নাগরিক।
- এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন ২১ থেকে ২৪ বছরের বেকার ছেলেমেয়েরা।
- এই প্রকল্পে আবেদন করার সময় যুবক বা যুবতী কোনো পড়াশোনা করলে চলবে না। আবেদন করা যাবে পড়াশোনা শেষ হলে তবেই।
- পাশাপাশি, এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য নয় এমন প্রার্থীরা যাদের মা-বাবা সরকারি চাকরি করেন।
- এছাড়া, যে সকল আবেদনকারীদের IIT, IIM এর ডিগ্রি রয়েছে তারা এই প্রশিক্ষণে আবেদন করতে পারবে না।
PM Intership Scheme Application
চাকরিপ্রার্থীদের মনে রাখা দরকার, এখনো এই প্রকল্পের আবেদন শুরু হয়নি, প্রকল্পের ঘোষণা গত বছরের ২০২৪ এ পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করেছেন। যা জানা যাচ্ছে, খুব শিগগিরই এই প্রকল্পের আবেদন শুরু হবে।
আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025