Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাঙালির আবেগ মানেই ফুটবল। এ বছরের সরস্বতী পুজোয় মোহনবাগানের সেকাল আর একালের ইতি কথা তুলে ধরল বসিরহাটের আমরা ক’জন ক্লাব।
ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল আর মহমেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা ডার্বি, আইএসএল থেকে শুরু করে সুপার কাপে নজর কাড়ে ফুটবল ফ্যানদের উন্মাদনা। সে সময় দেখা যায় বাঙালি ফুটবল নিয়ে এই তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে।
এমনিতেই বসিরহাট শহর মোহনবাগানের গড় হিসাবে পরিচিত। এ বছরের সরস্বতী পুজোয় ধলতিথা বারুইপাড়ার আমরা ক’জন ক্লাবের সরস্বতী পুজোর থিম ‘মোহনবাগানের সেকাল ও একাল’।
গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে পালতোলা নৌকা ও সবুজ মেরুনের পতাকা দিয়ে। সেই সঙ্গে ফটো গ্যালারি ও মোহনবাগানের ইতিহাস তুলে ধরেছেন পুজো উদ্যোক্তারা। মোহনবাগানের পুরোনো দিনগুলোকে তুলে ধরেছেন তাঁরা। টুর্নামেন্টে জয়লাভ থেকে শুরু করে জয়ের উল্লাসের ছবি ধরা পড়েছে পুজো মণ্ডপে।
মণ্ডপে ঢুকেই চোখে পড়বে শৈলেন মান্না ও চূনী গোস্বামীদের ছবি। আবার কোথাও ব্যারেটো ও পেত্রাতোসদের ছবিও ঝলমল করছে। আমরা ক’জন ক্লাবের পুজো উদ্যোক্তা কৌশিক আড়ি জানান, ‘বর্তমানে যে ভাবে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মোবাইল ফোনমুখী হয়ে পড়েছে, সেই আসক্তিকে সরিয়ে প্রজন্মকে উদ্বুদ্ধ করে যাতে আবার যাতে মাঠমুখি হতে পারে তার জন্যই আমাদের এই প্রয়াস।’