সলমনকে ভালোবেসে সব টাকা শেষ করেছিলেন সুস্মিতা? জানুন ভেতরের কাহিনী

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সলমন খান মানেই চমক। খানিক নতুনত্ব তো বটেই। তাঁর স্টাইলকে ছাপিয়ে যাবে এমন অভিনেতার সংখ্যাও হাতেগোনা। চুলের স্টাইল, কায়দা করে হাঁটা দেখলে আজও অনেকে বলেন ‘উফফ পুরো সলমন খান।’ এহেন ভাইজানের ভক্ত তাবড় সেলিব্রিটিরাও। বঙ্গতনয়া মিস ইউনিভার্স সুস্মিতা সেন সম্প্রতি সলমন খান সম্পর্কিত একটি মজার ঘটনা শেয়ার করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, তিনি সলমনকে ঠিক কতটা ভালোবাসেন। ১৯৯৯ সালে ‘বিবি নং ১’ ছবিতে সলমনের সঙ্গে কাজ করেছিলেন সুস্মিতা। তবে অভিনেতার প্রতি নাকি কৈশোর থেকেই আলাদা আকর্ষণ ছিল। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ মুক্তির পর সলমনের প্রতি তাঁর আবেগ আরও বেড়ে যায়।

শিপ্রা নীরজের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, একটা সময় তিনি তাঁর সমস্ত পকেট মানি সলমনের পোস্টার কিনতে ব্যয় করতেন। বাড়ি সাজানোর সময়ও নিজে দাঁড়িয়ে থাকতেন, যাতে তাঁর পরিবারের সদস্যরা পোস্টারগুলো ফেলে না দেন।

আরো পড়ুন: সত্যিই কি আসছে ‘দৃশ্যম ৩’? বড় ইঙ্গিত মোহনলালের

সুস্মিতা বলেন, ‘আমি পকেট মানি দিয়ে সলমনের পোস্টার কিনতাম। সেই সময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ মুক্তি পেয়েছিল। তাই আমার কাছে সেই সিনেমার একটি পায়রার ছবিও রাখা ছিল। কারণ, একটাই সলমন খান ওই পায়রাকে ছুঁয়েছেন।’

এমনকী সুস্মিতার বাবা-মাও নাকি তাঁকে সবসময় ভয় দেখাতেন। হোমওয়ার্ক সময়মতো না হলে তাঁরা পোস্টারগুলো ছিঁড়ে ফেলবেন। তাই তিনি সময়মতো পড়াশোনা ঠিক করে নিতেন। সুস্মিতার কথায়, ‘আমি মানুষটির প্রেমে পড়েছিলাম।’

‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির সাফল্যের মাধ্যমে সলমন খান রাতারাতি স্টার হয়ে যান। এর অনেক বছর পর ‘বিবি নং ১’-এর সেটে অভিনেতার সঙ্গে দেখা হয় সুস্মিতার। এরপর থেকে সুস্মিতা ও সলমনের বন্ধুত্ব জমে ওঠে। এমনকী সলমনের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর সুস্মিতা তাঁকে তাঁর মনের কথাও জানিয়েছিলেন।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন