Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন বলিউড তারকা সলমান খান। বারবার হুমকি দিচ্ছে, হত্যা করা হবে সলমানকে। এহেন পরিস্থিতিতে এবার বিহারের পুর্ণিয়ায় সাংসদ পাপ্পু যাদবও বিষ্ণোই গ্যাংয়ের হুমকি পেলেন। পাপ্পু যাদবকে রীতিমতো হুমকি দিয়ে বিষ্ণোই গ্যাংয়ের তরফে বলা হয়েছে, সলমান খানকে বাঁচাতে বিষয়ে তিনি যেন নাক না গলান। তাহলে ফল ভাল হবে না।
জানা গিয়েছে, প্রাণনাশের হুমকির একাধিক ফোন পেয়েছেন তিনি। তাঁকে বলা হয়েছে, তাঁর একাধিক ঠিকানায় রেইকি চলছে। প্রাণে মেরে দেওয়া হবে। পাপ্পু যাদবকে সলমান খান মামলা থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছে বিষ্ণোই গ্যাং। ইতিমধ্যেই বিহারের ডিজিপি-কে গোটা বিষয়টি জানিয়েছেন পাপ্পু যাদব।
পাপ্পু যাদব ডিজিপি-কে লিখিত অভিযোগে জানিয়েছেন, জেলে বসে নাকি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই জ্যামার বন্ধ রাখার জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে পাপ্পু যাদবের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে চলেছে। কিন্তু পাপ্পু যাদব কোনও ফোন ধরছেন না।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে পাপ্পু যাদবকে হুমকিও দেওয়া হচ্ছে। তার অভিও সামনে এসেছে। সেখানে একজন নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে পাপ্পু যাদবকে বলছে, ‘মন দিয়ে শোনো। জেলের জ্যামার বন্ধ করিয়ে ভাই (লরেন্স বিষ্ণোই) তোমাকে ফোন করেছিল। তবে তুমি ফোন তোলোনি। এবার তুমি দিন গুণতে শুরু করে দাও।’ কোথায় কোথায় পাপ্পু যাদব যান ও থাকেন তার বিস্তারিত বিবরণ ফোনে দেওয়া হয়েছে হুমকিদাতার তরফে।
সে বলছে, ‘দুপল্লির হাউস পার্কে একটা বাড়ি আছে তোমার। দ্বিতীয়টি অনন্তপুরের হাউজিং সোসাইটিতে, তৃতীয়টি গুরুদাস মুত্তিয়ার অ্যাপার্টমেন্ট বিল্ডিং, চতুর্থটি পটনার বাড়ি যেখানে তুমি গৃহবন্দী ছিলে। ষষ্ঠ বাড়ি জন অধিকার লোক সেবার দলীয় কার্যালয়। রাইটিং রোডে অরণ্য ভবনের কাছে সপ্তম বাড়িটি আছে। আরা গুপ্তা জেনারেল স্টোরের কাছে নবম বাড়ি। বরতনদা পরমানপুরের বাড়ি আর পূর্ণিয়ার বিধানসভা কেন্দ্রের বাড়িও আছে। এবার তাহলে কোথায় থাকবি?’
বিষ্ণোইয়ের নামে হুমকি দিয়ে সেই ব্যক্তি আরও বলে, ‘তোমাকে ভালোবেসে ভাই (লরেন্স বিষ্ণোই) কথা বলার পরামর্শ দিয়েছে। ভাই জেল জ্যামারের সুইচ অফ করে তোকে ফোন করিয়েছিল। তবে তুমি ফোন ধরোনি। এখন আবার একই কাজ করছ না। এটা ভালো হচ্ছে না। তোমার অহংকার বেড়েছে। এখন শোনো, ভাইয়ের বার্তা শোনো… আমি তোমাকে কাঁচা চিবিয়ে খাব… আমার কাছে তিন ঘণ্টা সময় আছে, গাড়ি যখন পিছু ধাওয়া করবে তখন দেখে নিও।’
কয়েকদিন আগেই মুম্বইয়ের এনসিপি নেতা ও প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। সলমান খান এবং দাউদ গ্যাংয়ের ঘনিষ্ঠদেরও হুমকি দিয়েছিল বিষ্ণোই গ্যাং। পাপ্পু যাদবকে বিষ্ণোই গ্যাংয়ের সতর্কবার্তা, তিনি যেন সলমান খানের ব্য়াপারে নাক না গলান। তার পরিণাম ভালো হবে না।
আরো পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে লাখ লাখ কর্মী নিয়োগ। গ্রুপ ডি পদে চাকরি। জেনে নিন আবেদন পদ্ধতি
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ, আবেদন চলবে নভেম্বরের ২৮ তারিখ পর্যন্ত👇🏻https://t.co/n0FO4jM0yH
— Daily Khabor Bangla (@daily_khabor) October 27, 2024
লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম চালু! না মানলে টাকা বন্ধ, জানুন বিস্তারিত👇🏻https://t.co/967ar8Uc8w
— Daily Khabor Bangla (@daily_khabor) October 27, 2024
কৃষক বন্ধুদের ফসলের ক্ষতিপূরনের টাকা দিবে রাজ্য সরকার, কারা পাবেন দেখুন👇🏻https://t.co/iiwb8utoxg
— Daily Khabor Bangla (@daily_khabor) October 27, 2024
https://twitter.com/kaushik94544429/status/1840973631305699595
আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি