Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্যামসাঙ গত সেপ্টেম্বর মাসে ভারতে তাদের সস্তা স্মার্টফোন Samsung Galaxy M05 লঞ্চ করেছিল। এই ফোনটি মাত্র 7,999 টাকা দামে পেশ করা হয়েছিল এবং বর্তমানে এটির দাম আরও কমে গেছে। এই ফোনটির দাম 1500 টাকা কমানো হয়েছে, যার ফলে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 6,499 টাকার বিনিময়ে। Samsung Galaxy M05 ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy M05 ফোনের দাম
- Samsung Galaxy M05 ফোনের লঞ্চ প্রাইস 7,999 টাকা।
- বর্তমানে এই ফোনের দাম 1,500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে।
- প্রাইস ড্রপের ফলে Samsung Galaxy M05 ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 6,499 টাকার বিনিময়ে।
- এই ফোনটি শপিং সাইট আমাজনে কম দামে সেল করা হচ্ছে।
- Samsung Galaxy M05 ফোনটি কম দামে কেনার জন্য কোনো ব্যাঙ্ক কার্ড প্রয়োজন হবে না।
- Bajaj Finserv EMI এর মাধ্যমেও ফোনটি সহজ কিস্তির মাধ্যমে কেনা যাবে।
আরো পড়ুন:– এবার নর্থ সিকিম বেড়াতে যাওয়া যাবে? কবে থেকে? জেনে নিন জরুরি তথ্য
-
Samsung Galaxy M05 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 6.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720×1600 পিক্সেল রেজোলিউশন এবং 20:9 আসপেক্ট রেশিও সাপোর্ট করে।
- প্রসেসর: Samsung Galaxy M05 ফোনে MediaTek Helio G85 প্রসেসর যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর সঙ্গে এই ফোনে 4GB ভার্চুয়াল RAM দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M05 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
- অন্যান্য: Samsung Galaxy M05 ফোনে ফেস আনলক ফিচার, ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথ, 3.5mm হেডফোন জ্যাক রয়েছে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং OneUI6 সহ পেশ করা হয়েছে।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
#END
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
স্বাস্থ্য দপ্তরে যোগ প্রশিক্ষক নিয়োগ: শূন্যপদ, যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া জানুন বিস্তারিত👇🏻https://t.co/HfhzyFCC1I
— Daily Khabor Bangla (@daily_khabor) December 1, 2024
আধার কার্ডের গুরুত্বপূর্ণ আপডেট: এই ভুলটি করলে বন্ধ হতে পারে আপনার কার্ড!👇🏻https://t.co/EFgXZePHsr
— Daily Khabor Bangla (@daily_khabor) December 1, 2024
ইন্ডিয়ান কোস্ট গার্ডের কর্মী নিয়োগ: বেতন শুরু ৫৬,১০০ টাকা থেকে, দেখুন আবেদন পদ্ধতি👇🏻https://t.co/8mIYt23XSB
— Daily Khabor Bangla (@daily_khabor) December 1, 2024
আরো পড়ুন :- আইনের পাঠ থেকে সুব্যবহার! সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণের প্রস্তাব নবান্নে
আরো পড়ুন :- বাড়ি-অফিসে ED হানা প্রসঙ্গে মুখ খুললেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা