সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ, আরও জানতে পড়ুন…..

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাক স্বাধীনতার কথা বলা হলেও মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে তা হরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেখানে গ্রেপ্তার করা হয়েছে একাধিক সাংবাদিককে। অনেক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের সাংবাদিকদের সংগঠন। এ বার জানানো হয়েছে, সাংবাদিকদের জন্য সব থেকে বিপজ্জনক দেশের নামের তালিকায় নাম আছে বাংলাদেশেরও।

বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) তাদের প্রতিবেদনে বাংলাদেশের এই ভয়াবহ অবস্থার‍ কথা তুলে ধরেছে। বৃহস্পতিবার ‘২০২৪ রাউন্ড আপ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে Reporters Without Borders। সেখানে তারা জানিয়েছে, চলতি বছরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ৫৪ জন। তাঁদের মধ্যে ৫ জন মারা গিয়েছেন বাংলাদেশে। ওই সাংবাদিকদের ‘হত্যা’ করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

এই সংস্থার প্রতিবেদন অনুসারে, চলতি বছরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের নামের তালিকায় শীর্ষে আছে প্যালেস্টাইন। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরএসএফের ডিরেক্টর জেনারেল তিবো ব্রুটিয়েন।

ওই প্রতিবেদন অনুসারে, চলতি বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে যে হিংসা ছড়ায় তাতেই পাঁচ জন সাংবাদিক মারা গিয়েছেন। ঢাকায় নিরাপত্তা বাহিনী এবং আন্দোলনকারী মধ্যে সংঘর্ষ চলার সময়ে মৃত্যু হয় ‘ঢাকা টাইমস’ পত্রিকার সাংবাদিক মেহেদি হাসানের।

শেখ হাসিনার সরকারের পতনের পরেও সাংবাদিকরা সেখানে আক্রমণের শিকার হয়েছেন। তাঁদের মতে, সাংবাদিকদের কাকতলীয়ভাবে ‘টার্গেট’ করা হয়নি। গণঅভ্যুত্থানের খবর ‘সেন্সর’ করা এবং তা যাতে সেই খবর প্রকাশ না পায় সেই লক্ষ্য নিয়েই এই আক্রমণ করা হয়।

এরই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার বার্ষিক সূচকে বাংলাদেশের অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আরএসএফ। তারা জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। গত ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। এটা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। তার আগের বছর বাংলাদেশ ছিল ১৬৩তম স্থানে।

বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরেও একাধিক সংবাদমাধ্যমে হামলা হয়েছে। সেখানে কয়েকজন সাংবাদিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার পাশাপাশি হত্যা মামলার আসামী করা হয়েছে। এই নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন