Bangla News Dunia, দীনেশ :- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র (Amit Shah) সঙ্গে দেখা করলেন ওয়েনাডের নবনির্বাচিত সাংসদ (Wayanad MP) প্রিয়াংকা গান্ধি (Priyanka Gandhi)। চলতি বছরে ভূমিধসে প্রচুর ক্ষতি হয়েছে ওয়েনাডে (Wayanad landslide)। আর এই ভূমিধসে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রকে আর্জি জানালেন কংগ্রেস নেত্রী। বুধবার প্রিয়াংকার নেতৃত্বে কেরলের সাংসদদের একটি প্রতিনিধিদলও শায়ের সঙ্গে দেখা করেন। তাঁরাও রাজনৈতিক মতপার্থক্যকে সরিয়ে রেখে মানবিক সহায়তাকে অগ্রাধিকার দেওয়ার কথাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
আরো পড়ুন :- সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !
এদিন শাহি দরবারে বৈঠকের পর প্রিয়াংকা বলেন, ‘আমরা তাঁকে (অমিত শা) ওয়েনাডের পরিস্থিতির কথা জানিয়েছি। কীভাবে পুরো গ্রাম ভেসে গিয়েছে, পরিবারগুলি সব হারিয়েছে সবই জানানো হয়েছে।’ তিনি পরিস্থিতির গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। কারণ ওয়েনাডের ভূমিধসে ক্ষতিগ্রস্তরা অসহায় ভাবে দিন কাটাচ্ছে। এই অবস্থায় সহায়তা প্রদানে কেন্দ্রের কোনও বিলম্ব ক্ষতিগ্রস্তদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দেবে। প্রিয়াংকা এও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা সত্ত্বেও, এখনও পর্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। কংগ্রেস নেত্রী রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিকোণ থেকে সংকট মোকাবিলার কথা পুনর্ব্যক্ত করেছেন। যদিও তিনি জানিয়েছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা প্রতিনিধিদলকে আশ্বাস দিয়েছেন যে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ত্রাণের দিকটি খতিয়ে দেখা হবে।
আরো পড়ুন :- এ দেশে রাস্তায় গাড়ি থামালে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা, জানুন আজব আইন সম্পর্কে
প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিষয়টি দেখভাল করে থাকে স্বরাষ্ট্রমন্ত্রক। সেদিক থেকে প্রিয়াংকা সঠিক জায়গাতেই আর্জি জানিয়েছেন। অমিত শায়ের কাছে তিনি ওয়েনাডের ক্ষতিপূরণে দু হাজার কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা চেয়েছেন। লোকসভায় সাংসদ হিসাবে শপথ নেওয়ার পরই প্রিয়াংকা ওয়ানাডে গিয়ে কথা দিয়েছিলেন যে তিনি এলাকার সমস্যার সুরাহা করার চেষ্টা করবেন। সেই কথা মতো ওয়েনাড থেকে ফিরেই শা’র সঙ্গে দেখা করলেন তিনি।
আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী