Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাত মাসের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। ন্যক্কারজনক ঘটনা কলকাতার রাজপথে। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে বলে খবর। বুধবার দুপুরে বড়তলা থানা এলাকা থেকে শিশুকে উদ্ধার করে পুলিশ। রাস্তা থেকে উদ্ধার করে শিশুটিকে আরজি কর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। শিশুটি বর্তমানে সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে খবর।
জানা গিয়েছে, বেলা পৌনে ২টো নাগাদ স্থানীয় এক বাসিন্দা বাচ্চাটিকে ফুটপাথের ধারে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় বড়তলা থানার পুলিশকে। অন্যদিকে, শিশুকন্যার মা-বাবাও নিখোঁজের ব্যাপারে পুলিশে ডায়েরি করেছিলেন। বাচ্চাটিকে খুঁজে পাওয়ার পর ওই দম্পতিকে খবর দেওয়া হয়। দম্পতি এসে শিশুটিকে চিহ্নিত করেন।
শিশুটির শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। শিশুটিকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে পুলিশের সন্দেহ হয়। হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পরেও শারীরিক নির্যাতনের প্রমাণ মেলে। শিশুটির চিকিৎসা চলছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২), শিশু সুরক্ষা আইনে (পকসো) মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এখনও পর্যন্ত দু’জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে খবর।
আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন
আরো পড়ুন:– সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery