সাত সকালে ভয়ঙ্কর অভিজ্ঞতা, রেল ব্রিজের উপর তরুণীর চুল কেটে অর্ধেক করে দিয়েছে কেউ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রেলের ওভারব্রিজ ধরে হেঁটে যাচ্ছিলেন তরুণী। হঠাৎ তাঁর মনে হল কেউ যেন চুলে টান দিল। পিছনে ঘুরে দেখেন কেউ নেই। এর পর নিজের চুলের গোছায় হাত দিয়ে টের পেলেন অর্ধেক চুল কাটা। গত সোমবারে এই ঘটনায় হইচই পড়ে যায় মহারাষ্ট্রের দাদার স্টেশনে। সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তারও করা হয়েছে।

বছর ১৯-এর ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রেল পুলিশ ৩৫ বছরের ওই যুবককে গ্রেপ্তার করেছে। ওই মহিলা কোনও কিছু চুরির অভিযোগ করেননি। ফলে পুলিশের কাছে যুবকের উদ্দেশ্য স্পষ্ট নয় এখনও। তাঁর বিরুদ্ধে তরুণীকে অযাচিত স্পর্শ করার অভিযোগ দায়ের হয়েছে।

গত অগস্ট মাসে মহারাষ্ট্রের দাদার স্টেশনে এবং গত বছর এপ্রিলে কলকাতার বিধাননগর স্টেশনে এই রকম ঘটনা ঘটে। শিয়ালদহ থেকে নৈহাটি লোকালে উঠেছিলেন ওই তরুণী। ভিড় কামরায় হঠাৎ চুলে টান লাগে। বিধাননগর স্টেশনে নেমে তিনি দেখেন চুলের বিনুনির অর্ধেক কাটা।

আরও পড়ুন:– নতুন বছরে সুখবর! সবার অ্যাকাউন্টে প্রতিমাসে ঢুকবে 9000 টাকা পেনশন।

দাদারের ওই তরুণী কলেজে পড়েন। ওভারব্রিজ ধরে গত সোমবার দাদার সেন্ট্রাল লাইন থেকে ওয়েস্টার্ন লাইনের দিকে যাচ্ছিলেন। টিকিট বুকিং কাউন্টারের সামনে হঠাৎই মনে হয় কেউ তাঁর চুল ধরে টান দিল। দেখেন, চুল কেটে নিয়েছে কেউ। সঙ্গে সঙ্গে আরপিএফ-এ অভিযোগ জানান তিনি।

সিসিটিভি ফুটেজ দেখে রেল পুলিশের কাছে অভিযোগ জানাতে বলে আরপিএফ। সেখানেও অভিযোগ জানান তরুণী। তারা সিসিটিভি ফুটেজে এক যুবককে ওই তরুণীর কাছাকাছি দেখেন। পর দিন সকাল সাড়ে ৯টায় ওই যুবককে ওই একই জায়গা দিয়ে যেতে দেখে রেল পুলিশ। এর পরই তাঁকে ধরা হয়।

সন্দেহভাজন ওই যুবক চেম্বুরের। ওয়েস্টার্ন লাইনে বেসরকারি সংস্থায় চাকরি করেন তিনি। দাদারে এসে অন্য ট্রেন ধরে অফিসে যান তিনি। জেরায় তিনি দাবি করেন, তরুণীকে চেনেন না।

আরও পড়ুন:– ছয় থেকে বারো মাস বয়সি শিশুকে কীভাবে খাওয়াবেন ? টিপস দিলেন ডায়েটিশিয়ান

আরও পড়ুন:– 15 হাজারে আধার কার্ড, 5 হাজারে প্যান ! বাংলাদেশিদের নকল পরিচয়পত্র বানিয়ে শ্রীঘরে ল’ক্লার্ক

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন