সাদা হয়ে গেল গোলাপি শহর, কারণ জানতে পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গোলাপি শহরের একটা অংশে প্রাথমিকভাবে অবাক হলেন মানুষ তারপর ভয় পেলেন। আর তার কারণ একটাই। গোলাপি শহর জয়পুরের একটা অংশ আচমকা সাদা হয়ে যাওয়া। এত সাদা যে সামনে কাউকে দেখা যাচ্ছেনা।

তবে সে সাদা কোনও কুয়াশার কারণে নয়। এমনও নয় যে শীতকালে বরফ পড়েছে। কারণ একটা অংশ কেবল সাদা হয়ে গেল। জয়পুরে ১৮ নম্বর রাস্তায় রয়েছে বিশ্বকর্মা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। সেখানেই রয়েছে আজমেরা গ্যাস ফিলিং প্ল্যান্ট।

সেখানেই বিপত্তির জেরে গোটা তল্লাট সাদা হয়ে গেল। সেখানেই গ্যাস লিকের ঘটনা ঘটে। গ্যাসের চাপে একটি ভালভ ফেটে এই বিপত্তি বলে জানা গিয়েছে।

যে গ্যাস ছড়িয়ে পড়ে তা কার্বন ডাই অক্সাইড। অবশ্যই তা মানবদেহ সহ যে কোনও পশুপাখির জন্য ভয়ংকর হতে পারত। এদিকে খবর পেয়েই সেখানে ছুটে আসে দমকল।

আরও পড়ুন: R.G কর মেডিকেল কলেজে নতুন করে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি – দেখেনিন বিস্তারিত

যুদ্ধকালীন তৎপরতায় গ্যাস লিক নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। রাস্তা, বাড়ি কিছুই দেখা যাচ্ছিল না।

গ্যাস এতটাই ঘন ছিল যে সামনে দাঁড়িয়ে থাকলেও কাউকে দেখা যাওয়া সম্ভব ছিলনা। দৃশ্যমানতা কার্যত শূন্যে পৌঁছে যায়। গ্যাস লিক অবশ্য নিয়ন্ত্রণে আসার পর ক্রমে এই সাদা ভাব কাটতে থাকে।

পরে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয় যে এই গ্যাস লিকের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোনও হতাহতের খবরও নেই। কেউ অসুস্থও হয়ে পড়েননি। ভয়ংকর কিছু হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারায় এ যাত্রায় কোনও ক্ষতি হল না।

আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল

আরও পড়ুন:–  কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন