Bangla News Dunia, দীনেশ :- সাধুর ছদ্মবেশে জঙ্গি হানা হতে পারে কুম্ভমেলায়। এমনই আশঙ্কা করছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। আসাম বাংলা থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ায় কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় যোগী সরকার। সেকারণেই কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ভারততীর্থের মহামেলা। কুম্ভমেলার নিরাপত্তায় তাই মোতায়েন করা হচ্ছে এনএসজি কমান্ডো বাহিনী এবং স্নাইপার প্লাটুন।
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কুম্ভমেলায় হামলা চালানোর হুমকি দিয়েছে কানাডাবাসী খলিস্তানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পন্নুন। একই হুমকি দিয়েছে বেশ কয়েকটি ইসলামি জঙ্গি সংগঠন। এই পরিস্থিতিতে শাহি স্নানের স্থান, মন্দির এবং গাড়ির ‘পার্কিং লট’গুলির নজরদারিতে ২৬টি নাশকতা দমন টিম মোতায়েন করা হচ্ছে। এছাড়াও থাকছে উত্তরাখণ্ড পুলিশের দু’টি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট, উত্তরপ্রদেশ পুলিশের কমান্ডো বাহিনী এবং কেন্দ্রীয় আধাসেনার স্পেশাল ফোর্স।
আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?
উত্তরপ্রদেশ পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, কুম্ভমেলার নিরাপত্তায় কোনও ফাঁকফোকর থাকছে না। মেলা চলাকালীন ২৪ ঘণ্টাই থাকবে কড়া নজরদারি। আকাশপথে নজরদারি চালাবে ড্রোন। থাকছে ‘বুলেটপ্রুফ আউটপোস্ট’ও। সাধুর ছদ্মবেশে জঙ্গিরা হামলা চালাতে পারে, এই আশঙ্কায় সমস্ত আখড়া-সন্ন্যাসীদের আধার কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও সঙ্গমস্থলের বিস্তীর্ণ জলরাশির পাহারাদারিতে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে জলপুলিশের বিশেষ বাহিনীকে।
১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভমেলা। এবছর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে আসবেন প্রায় ৪০ কোটি পুণ্যার্থী। তাঁদের জন্য গড়ে তোলা হচ্ছে ১৫ বর্গমাইল এলাকাজুড়ে এক অস্থায়ী নগরী।