সাবধান : সন্মতি থাকলেও নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ‘ধর্ষণ’

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- নাবালিকা স্ত্রীর অনুমতিতে যৌন সম্পর্কে লিপ্ত হলে তা ধর্ষণ বলেই গণ্য, শুক্রবার এমনই নির্দেশ দিল বোম্বে আদালত (Bombay High Court) | সন্মতি থাকলেও নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ‘ধর্ষণ’, এই সাজাই বহাল রাখল বম্বে হাইকোর্ট। স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন স্ত্রী। সেই অভিযোগের প্রেক্ষিতে নিম্ন আদালত অপরাধীকে ১০ বছরের কারাদণ্ড দেয়। এদিন নিম্ন আদালতের রায় বহাল রাখল বোম্বে হাইকোর্ট।

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?

উচ্চ আদালতের বিচারপতি জিএ সানাপ বলেন, যদি স্ত্রীর বয়স ১৮ বছরের কম হয়, তবে সম্মতিক্রমে যৌন সম্পর্কের যুক্তি গ্রহণ করা হবে না। তর্কের খাতিরে যদি এটি বিয়ে বলে গণ্য করা হয়, তারপরও এটি ধর্ষণ হিসাবেই গণ্য করা হবে। স্ত্রী বা কোনও মেয়ে যতক্ষণ না ১৮ বছরের ঊর্ধ্বে বয়স হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা ধর্ষণ বলেই বিবেচিত হবে।’

আরো পড়ুন :- ডেটে গেলে ৫০০০ টাকা, সঙ্গীকে হোটেলে নিয়ে যেতে ২৩ হাজার! যুগলদের জন্য উদ্যোগ রাশিয়ার

অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী জানা যায়, তাঁর স্বামী বিয়ের আগে তাঁদের প্রতিবেশী ছিল। তখন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সময়ও তিনি অনেকবার শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিল। কিন্তু  প্রস্তাব খারিজ করে দেয় স্ত্রী। পরবর্তীতে ওই কিশোরী পরিবারের সঙ্গে চলে যান পরিবারের সঙ্গে। সেখানেও তাঁকে অনুসরণ করে অভিযুক্ত (বর্তমানে তাঁর স্বামী)। এরপরে তাঁদের মধ্যে যৌন সম্পর্ক হয়, তিনি গর্ভবতী হয়ে পড়েন। বিয়ে করেন তাঁরা। কিন্তু বিয়ের পরই সম্পর্কের অবনতি হয়। স্বামী পিতৃত্ব নিয়েও প্রশ্ন তোলে।  গর্ভপাতের জন্য জোর করতে শুরু করে। এরপরই তিনি নিম্ন আদালতে ধর্ষণের অভিযোগ জানায়। নিম্ন আদালত তাঁর স্বামীকে ১০ বছরের কারাদণ্ড দেয়। সেই সাজাই বহাল রাখল বোম্বাই-এর উচ্চ আদালত।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন