Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন ইনকাম ট্যাক্স বিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিল পেশের জন্য ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। সংসদের উচ্চকক্ষ এই বিল পেশের পর স্ক্রুটিনির জন্য তা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হবে।
নতুন বিল এলে আয়কর আইনে কী পরিবর্তন আসবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আয়কর আইন আরও সহজ হবে না জটিল হবে, সে প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। নতুন আয়কর বিল কেমন হতে পারে, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিজ়নেস স্ট্যান্ডার্ড। সেখানে জানানো হয়েছে, নতুন বিলের মাধ্যমে আয়কর আইনকে আরও সরল করার চেষ্টা হয়েছে। পুরোনো আইনের থেকে শব্দ সংখ্যায় প্রায় অর্ধেক হতে চলেছে। এর পাশাপাশি আইনের ধারার সংখ্যা ২৫-৩০ শতাংশ পর্যন্ত কমবে।
বর্তমানের অনেক আইনের ভাষা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে বলে অভিযোগ ওঠে। পুরোনো আয়কর আইনেও সেই জটিলতা কম নয়। সেই জটিলতা যতটা সম্ভব কমানোর চেষ্টা হয়েছে নতুন বিলে। আইনের ভাষা এমন করার চেষ্টা হয়েছে, যাতে সাধারণ মানুষও তা সহজে বুঝতে পারেন। এর পাশাপাশি পুরোনো আইনের বেশ কিছু ক্লজ়, যা আর সময়োপযোগী নেই, তা নতুন বিলে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যমের ওই প্রতিবেদনে। সেখানে জানানো হয়েছে, আয়কর আইনে পেনাল্টি বা জরিমানাতেও বেশ কিছু বদল আসবে নতুন বিলে। কিছু লঘুমাত্রার অপরাধের জন্য জরিমানা কমানো হবে নতুন বিলে। এর পাশাপাশি ব্যবসার ক্ষেত্র সহজ করতে অ্যান্টি-অ্যাবিউজ় প্রভিশন তৈরি করা হচ্ছে নতুন আয়কর বিলে। পুরোনো আইনের জটিলতা কমিয়ে স্বচ্ছ ট্যাক্স ফ্রেমওয়ার্ক তৈরির লক্ষ্যেই আসছে এই বিল।
আরও পড়ুন:- সুখবর ! 1 এপ্রিল থেকে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে দ্বিগুণ স্যালারি! বিরাট ঘোষণা করল সরকার
আরও পড়ুন:- ভয়ঙ্কর ঘটনা কঙ্গোতে, জেল ভেঙে শতাধিক মহিলাকে ধর্ষণ, কেন ঘটলো এমন ঘটনা ?