সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টায় অপসারিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, কিভাবে? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত ইউন সুক ইয়ল। শনিবার দেশের আইন প্রণেতাদের ভোটে অপসারণ করা হলো তাঁকে। গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘোষণা করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র ছয় ঘণ্টার মধ্যেই দেশ জুড়ে ওঠা প্রতিবাদ এবং বিক্ষোভ সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত এই আইন তুলে নেন প্রেসিডেন্ট। সেই থেকেই টলমল হয়ে পড়েছিল তাঁর গদি।

৩০০ আইন প্রণেতার মধ্যে ২০৪ জন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অপসারণ চেয়ে ভোট দিয়েছেন। ৮৫ জন অবশ্য ছিলেন ইউন সুক ইয়লের বিরুদ্ধে। তিন জন আইন প্রণেতা ভোটদান করা থেকে বিরত ছিলেন। আটটি ভোট বাতিল করা হয়েছে।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

গত ৩ ডিসেম্বর রাতে আচমকাই জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়ার হুমকিকে প্রতিহত করতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি। ইউনের ঘোষণার পরই সেনাকে সংসদ ভবনে ঢুকতে দেখা গিয়েছিল। সংসদ ভবনের ছাদে নেমেছিল সামরিক কপ্টার। এরই মধ্যে হাজার-হাজার মানুষ সংসদ ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। এরপর আর সামরিক আইন তুলে নেওয়া ছাড়া ইউনের সামনে কোনও রাস্তা ছিল না। মাত্র ছয় ঘণ্টা পরই ইউ-টার্ন নিতে হয় তাঁকে। এই ডামাডোলের মধ্যে তিনি যে গদিতে বেশিদিন টিকতে পারবেন না, তা নিজেও কিছুটা আঁচ করতে পেরেছিলেন ইয়ল।

তাঁকে অযোগ্য ঘোষণা করার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও, বিরোধীরা শেষ পর্যন্ত গদিচ্যুত করতে সক্ষম হলেন ইয়লকে। ডেমোক্র্যাটিক পার্টির নেতা লি জায়ে-মিউং দাবি করেছিলেন, বড়দিন ও বর্ষশেষের মধ্যেই প্রেসিডেন্টকে সরানো হবে এবং তাতেই দেশে স্থিতাবস্থা ফিরবে।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন