Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফুচকা খেতে কার না ভাল লাগে। ফুচকা খেতে শুরু করলে মনে হয় খেয়েই যাই। এমনই সুস্বাদু ভুবনভোলা তার স্বাদ। যদি এমন হত যে ফুচকা খাওয়ার জন্য কোনও অর্থ প্রদান করতে হতনা। যখন প্রাণ চাইত, তখনই গিয়ে খেয়ে আসা যেত। তাও আবার যত খুশি।
এমনটা অনেকেই মনে মনে ভাবেন। যা বাস্তবে তো সম্ভব হয়না। কিন্তু এবার কেউ চাইলে সারাজীবন যত খুশি ফুচকা খেয়ে যেতে পারবেন। তাও আবার একটা টাকাও না দিয়ে।
যতবার ইচ্ছে যত খুশি ফুচকা খাওয়া যাবে! তাও আবার খরচ না করে! অনেকেই আকৃষ্ট হতে পারেন এ কথা শুনে। এখানে একটি ট্যুইস্ট অবশ্য আছে।
আরও পড়ুন:- রায়দান স্থগিত ! ২৬ হাজার চাকরি বাতিল মামলায় কী পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট ?
এক ফুচকা বিক্রেতা একটি অফার সামনে এনেছেন। সোশ্যাল মিডিয়ায় যা তোলপাড় ফেলে দিয়েছে। অফারটি হল কেউ যদি চান তাহলে তিনি সারাজীবন যত খুশি ফুচকা খেতে পারবেন তাঁর কাছ থেকে।
তবে এই সুযোগ পাওয়ার জন্য তাঁকে এককালীন ৯৯ হাজার টাকা দিতে হবে। ফুচকা বিক্রেতা ৯৯ হাজার টাকা পেয়ে গেলে তারপর যিনি সেই অর্থ দিলেন তাঁকে সারাজীবন বিনামূল্যে তাঁর খুশি মত ফুচকা খাওয়াতে বাধ্য থাকবেন।
নাগপুরের এক ফুচকা বিক্রেতার এই অফার ইতিমধ্যেই ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছে। যদিও নাগপুরে ফুচকাকে বাংলার মত ফুচকা বলা হয়না, বলা হয় গোলগাপ্পা। তবে ব্যাপারটা ফুচকাই। যদিও অনেকে এই অফার নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:- গাছটির ‘অবদান’ কী, জানাবে পরিবেশবান্ধব কলেজ, কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:-ট্রাম্পের ২৫% ট্যারিফের গুঁতোয় তলানিতে ঠেকল টাকার দাম, জানুন বিস্তারিত