সাসপেন্ডের পরেই কেন গ্রেপ্তার হলেন তৃণমূলের যুব নেতা তরুণ তিওয়ারি ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দলের শীর্ষ নেতার নাম নিয়ে শহরের ব্যবসায়ীর থেকে তোলা চাওয়ার মতো গুরুতর অভিযোগ উঠছিল রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারির বিরুদ্ধে। এ বার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল দল। এই নেতাকে পদ থেকে সরানো হয়েছে। ‘দল বিরোধী কার্যকলাপ’-এর জন্য তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ বলে জানানো হয়। ব্যবসায়ীর থেকে জোর করে টাকা তোলার অভিযোগে শুক্রবারই পোস্তা থানার হাতে গ্রেপ্তার হয়েছেন এই তরুণ তিওয়ারি। তাঁর সঙ্গে এই ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা তোলা-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

কিছুদিন আগেই তরুণ তিওয়ারির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল। ব্যবসায়ী সচিন পাটিল অভিযোগ করেছিলেন, এক ব্যবসা সংক্রান্ত মামলার নিষ্পত্তির আশ্বাস দিয়ে তাঁর থেকে ৬ লক্ষ টাকা চেয়েছিলেন তরুণ। তিনি তরুণকে আড়াই লক্ষ টাকা দিয়েওছিলেন। অভিযোগ তৃণমূলের এক শীর্ষ নেতার নাম করে সচিনকে ভয় দেখান তরুণ। এর পরেই পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।

আরো পড়ুন:- সুখবর! রাজ্য সরকারি কর্মীদের নিউ ইয়ার গিফট! আচমকাই 7% ডিএ বৃদ্ধি করল সরকার। জেনে নিন কবে থেকে পাবেন

যদিও তখন তরুণের দাবি ছিল, নিজের স্বার্থসিদ্ধির জন্য তাঁকে টাকা দিতে চেয়েছিলেন ওই ব্যবসায়ী। তিনি টাকা নেননি। এখানেই শেষ নয়, তাঁর আরও দাবি ছিল তাঁকে ফাঁসানো হচ্ছে। এই অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। সরব হয়েছিলেন বিরোধীরা।

উল্লেখযোগ্যভাবে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার বার্তা দিয়ে এসেছে, কোনও অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। মানুষের সঙ্গে থাকতে হবে। সাধারণ মানুষের সমস্ত অভাব অভিযোগ মেটানোই প্রাথমিকতা।

তরুণ তিওয়ারির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে কার্যত অস্বস্তিতে পড়েছিল দল। সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাঁকে পদ থেকে সাসপেন্ড করে দলের তরফে কড়া বার্তা বলেই দেখছে ওয়াকিবহাল মহল। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে তরুণ তিওয়ারির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, তৃণমূলের শিক্ষা সেল থেকে এ দিন বহিষ্কার করা হয়েছে মণিশঙ্কর মণ্ডলকে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন