Bangla News Dunia, অজয় দাস :- কালই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু কাল তিনি বিজেপিতে যোগদান করেননি। যদিও প্রথমে মনেকরা হচ্ছিলো তিনি সন্ধ্যা ৬ টার দিকে বিজেপিতে যোগদান করবেন কিন্তু তিনি তা করেননি। সূত্রের খবর অনুযায়ী তিনি ১২ মার্চ বিজেপিতে যোগদান করবেন। বিজেপিতে যোগ দানের পরেই তিনি রাজ্যসভার জন্য নামাঙ্কন দেবেন।
বিজেপির তরফ থেকে জানা যায় তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হতে পারেন এবং মধ্যপ্রদেশে বিজেপির সরকার আসলে সেখানে তার ঘনিষ্ট কোনো নেতা উপমুখ্যমন্ত্রী হতে পারেন। তিনি যে বিজেপিতে যোগদান করছেন তা মঙ্গলবারই স্পষ্ট হয়ে গেছে। যেখানে তিনি স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহের সাথে তার গাড়িতে করে প্রধানমন্ত্রী বাস ভবনে দেখা করতে যান।
[ আরো পড়ুন :- পৌর নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে বড় ঘোষণা বিজেপির ]
এই দিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইস্তফা দেবার পর তার অনুগামী ২২ কংগ্রেসি নেতা কংগ্রেস থেকে ইস্তফা দেন। এছাড়া এই দিন নির্দলীয় নেতারা ও অন্যান্য ছোট দলের নেতারা শিবরাজ সিংয়ের সাথে দেখা করেন।
এই দিন সিন্ধিয়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে জানান , তার উদ্দেশ্য ও লক্ষ একই আছে , তবে তিনি কংগ্রেসে থেকে রাজ্য ও দেশের মানুষের কাজ করতে পারছিলেন না। এই কারণেই তিনি দল ছাড়তে বাধ্য হলেন। মূলত তিনি কংগ্রেসের অবহেলার শিকার হচ্ছিলেন।