সিন্ধু সভ্যতার প্রাচীন লিপির ধাঁধাঁ, সমাধানে ১ মিলিয়ন মার্কিন ডলারের ঘোষণা স্টালিনের !

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : সিন্ধু সভ্যতা থেকে উদ্ধার হওয়া সুপ্রাচীন লিপিগুলি কিন্তু এখনও অজানা ধাঁধাঁ হয়েই রয়ে গিয়েছে। এখনও সম্ভব হয়নি লিপিগুলির পাঠোদ্ধার করা। তবে যদি কেউ এই প্রাচীন লিপিগুলির পাঠোদ্ধার করতে পারেন তবে তিনি পেয়ে যেতে পারেন ১ মিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ শনিবার এমনটাই ঘোষণা করেছেন তামিলনাডু-র মুখ্যমন্ত্রী এম কে স্টালিন(M K Stalin)।

এদিন সিন্ধু সভ্যতার আবিষ্কারের শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে এম কে স্ট্যালিন বলেন, “আমরা এখনও সিন্ধু উপত্যকা সভ্যতার লিপি স্পষ্টভাবে বুঝতে পারিনি যেটি একসময় চরম বিকাশ লাভ করেছিল।”

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

প্রাচীন লিপিগুলির এই ধাঁধাঁ সমাধানের প্রচেষ্টা চলছে আজও। আর এই ধরনের প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্যই এই ধাঁধাঁ সমাধানকারী ব্যক্তি বা সংস্থাকে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার হিসাবে প্রদান করার কথা ঘোষণা করেন তিনি।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

প্রসঙ্গত, সিন্ধু সভ্যতা বিশ্বের প্রাচীনতম এক নগর সংস্কৃতি হিসাবে বিখ্যাত। তবে এই সভ্যতার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া লিপিগুলির পাঠোদ্ধার সম্ভব হয়নি আজ পর্যন্ত। যার ফলে এই প্রাচীন নগর সভ্যতার বিলুপ্তি কীভাবে ঘটল এবং আরও এমন নানা অজানা তথ্য এখনও অধরাই রয়ে গিয়েছে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন