সিমেন্ট কারখানায় ভেঙে পড়ল লোহার কাঠামো, ধ্বংসস্তূপের নীচে একাধিক শ্রমিক !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : সিমেন্ট কারখানায় (Cement Plant) আচমকা ভেঙে পড়ল লোহার কাঠামো। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়লেন বহু শ্রমিক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ওডিশার (Odisha) সুন্দরগড় জেলার একটি সিমেন্ট কারখানায়। ঘটনায় মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

গতকাল রাতে কাজ চলছিল কারখানায়। সেইসময় ভেঙে পড়ে ওই লোহার কাঠামোটি। তার নীচে চাপা পড়ে যান বহু শ্রমিক। এর মধ্যে কয়েকজনকে উদ্ধার করা গিয়েছে। ঠিক কত জন শ্রমিক চাপা পড়েছেন, তা পুলিশ বা কারখানা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাতে পারেনি। তবে সেখানকার স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ৬৪ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও আটকে রয়েছেন তিন শ্রমিক। তাঁরা হলেন, সুশান্ত রাউত (৫৮), রঞ্জিত ভোল (২৪) এবং দশরথ পাত্র (৪২)। গতকাল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police), দমকল এবং অ্যাম্বুল্যান্স (Ambulance)। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও।

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

কীভাবে ওই কাঠামোটি ভেঙে পড়ল তা স্পষ্ট নয়। তবে শ্রমিকদের (Workers) একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় ছিল কাঠামোটি। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাদের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে। যদিও এবিষয়ে কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি। উদ্ধার হওয়া শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন