Bangla News Dunia, সারদা দে :- সীমান্তে আটকে শ্রমিকদের জন্য ১০০০ বাসের ব্যবস্থা করলো উত্তরপ্রদেশ সরকার। আজ এক আধিকারিক মুখপাত্র জানিয়েছেন যে সারা দেশে লক ডাউন ঘোষণা হওয়ায় অনেক শ্রমিক সীমান্তে আটকে পড়েছেন। ফলে তারা দেশে ফিরতে পাচ্ছেন না। তাদের জন্য এই ব্যবস্থা করলো ইউ পি সরকার। গভীর রাত অবধি জেগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই শ্রমিকদের জন্য এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
[ আরো পড়ুন :- কোয়ারেন্টাইন ভেঙে কলকাতায় অবতরণ যুবকের ]
আজ সকালে সিনিয়র উর্ধতন পুলিশ আধিকারিকরা চারবাগ স্টেশনে পৌঁছেছেন যাতে সেখানে আগত শ্রমিকরা প্রয়োজনীয় খাদ্য ও পানীয় জল পায় তা দেখভাল করার জন্য। বাসগুলি এর পরে এখান থেকে কানপুর, বলিয়া, বারাণসী ,গোরক্ষপুর , আজমগর , ফৈজাবাদ , প্রতাপগড়, সুলতানপুর, আমেঠি র উদ্দেশ্যে রওনা হয়ে যায় । সারা দেশের পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পরেও শ্রমিকদের সুবিধার্থে এই ভাবে বাস পরিষেবা চালু করে তাদের নিজের রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা সত্যি প্রশংসনীয়।