Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উচ্চ প্রাথমিকে শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে। এই পর্ব চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। স্কুল সার্ভিস কমিশনের (SSC) সূত্রে মঙ্গলবার এই তথ্য জানা গিয়েছে। প্রথম দফার কাউন্সেলিং শেষে এখনও ২,০০০-এরও বেশি পদ ফাঁকা রয়েছে। সেই শূন্যপদগুলি পূরণের জন্য এবার ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকা হচ্ছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, বার বার কাউন্সেলিং করে সমস্ত শূন্যপদ পূরণের চেষ্টা করা হবে। এর মাধ্যমে শিক্ষক সংকটের সমস্যা দ্রুত সমাধান করা যাবে বলে আশাবাদী শিক্ষা দফতর।
এদিকে, উচ্চ প্রাথমিক স্তরে মাদ্রাসার পার্শ্বশিক্ষকদের সংরক্ষণ না দেওয়ার বিষয়টি নিয়ে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, মাদ্রাসা এবং স্কুলে নিযুক্ত পার্শ্বশিক্ষকরা সমান যোগ্যতা সম্পন্ন এবং একই ধরনের কাজ করেন। সেক্ষেত্রে কেন তাদের জন্য সংরক্ষণের সুবিধা নেই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল এবং মাদ্রাসা পৃথক বিভাগের অন্তর্ভুক্ত। তবে, মাদ্রাসা থেকে কেউ স্কুলে নিযুক্ত হলে সার্ভিস কন্টিনিউয়েশনের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়। উচ্চ প্রাথমিকের বেশ কিছু স্কুলে পরিচালন কমিটি না থাকায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কাজে যোগ দিতে পারছেন না। এই সমস্যা সমাধানে দ্রুত প্রশাসক নিয়োগের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রার্থীদের কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও ধরনের সমস্যা না হয়।
এদিন স্কুল সার্ভিস কমিশন ৩৪ জন প্রার্থীর সংশোধিত এবং নতুন সুপারিশপত্র প্রকাশ করেছে। এর মধ্যে ২৯ জনের সুপারিশপত্রে স্কুল এবং পদ সংক্রান্ত তথ্য ভুল ছিল, যা সংশোধন করা হয়েছে। আরও ৪ জনকে নতুন স্কুলে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন
আরো পড়ুন:– সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery