সুখবর! চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে! কারা ও কিভাবে টাকা পাবেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চিটফান্ডের টাকা ফেরত (Chit Fund Refund) দেওয়া নিয়ে বড় খবর বছরের শুরুতেই। প্রত্যেকটি ব্যক্তি কষ্টার্জিত উপার্জনের টাকা ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করে রাখেন। এই সঞ্চয়ের জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ওপর বেশিরভাগ ব্যক্তি নির্ভর করে থাকেন। যদিও ব্যাঙ্ক, পোস্ট অফিস ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে টাকা সঞ্চয় করে থাকেন অনেকেই, আর এমনই অনেক টাকা রাখার চিট ফান্ড গড়ে উঠেছিল কয়েক বছর আগে।

Chit Fund Scam Refund Update

বেশিরভাগ মানুষ নির্ভরতার ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এই সমস্ত আর্থিক ফান্ড গুলিতে টাকা রেখেছিলেন।এরপরে যখন সাধারণ মানুষ জানতে পারেন এই আর্থিক প্রতিষ্ঠান গুলি আসলে মানুষকে প্রতারণা করছে। সাধারণ মানুষের উপার্জন করা কষ্টের টাকা আত্মসাৎ করার জন্যই মূলত এই আর্থিক প্রতিষ্ঠান গুলো গড়ে উঠেছিল। এরপরে এই সকল চিট ফান্ডের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছিল।

Chit Fund Refund 2025

সেই মামলা চলাকালীন চিট ফান্ড কোম্পানির সম্পত্তি বিক্রি করে যারা টাকা রেখেছিল তাদেরকে টাকা ফেরানোর উদ্যোগ গ্রহণ করা হয়। এরই মধ্যে বেশ কয়েকটি চিট ফান্ডের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। যে সমস্ত চিট ফান্ডের গ্রাহক রয়েছেন, তাদের একটা নামের তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা অনুসারে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে কোন কোন চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে, এছাড়াও আপনার নাম তালিকায় রয়েছে কিনা, থাকলে সেই লিস্ট কিভাবে দেখবেন, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। আর সকল মানুষেরা বিগত অনেক বছর ধরে অপেক্ষায় আছেন যে কবে তারা নিজেদের কষ্টের টাকা ফেরত পাবেন, আর এবারে সেই সকল সমস্যার সমাধান হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

কোন কোন চিট ফান্ডে টাকা ফেরত দেওয়া হচ্ছে?

  • Rose Valley
  • ALCHEMIST GROUP OF COMPANIES
  • MPS GROUP OF COMPANIES
  • PAILAN GROUP OF COMPANIES
  • VIBGYOR GROUP OF COMPANIES
  • WARIS FINANCE INTERNATIONAL GROUP OF COMPANIES

উপরে উল্লেখিত এই চিট ফান্ড গুলিতে যদি আপনারাও টাকা রেখে থাকেন, তাহলে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে খুব শীঘ্রই। কোর্ট থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। চিট ফান্ডের টাকা ফেরত দেওয়ার জন্য কিছু ডকুমেন্ট আপনাদের কাছে থাকতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাস বই, চিটফান্ড সার্টিফিকেট, চিটফান্ডের রিসিভ কপি

আরও পড়ুন:–  একা মায়ের লড়াইয়ে উদ্ধার পাচার হওয়া কন্যা, পড়ুন রুদ্ধশ্বাস কাহিনী

আপনারা চিটফান্ড থেকে কত টাকা পাবেন?

কোর্ট থেকে নির্দেশ এসেছে যে একজন ব্যক্তি চিটফান্ডে যত টাকা রেখেছিলেন, অর্থাৎ আসল টাকাটি গ্রাহকরা ফেরত পাবেন। কোন সুদ পাওয়া যাবে না অর্থাৎ কেউ যদি ১২ মাসে ১০০ টাকা করে টাকা জমা করেন তাহলে তারা ১২০০ টাকাই ফেরত পাবেন, বেশি ১ টাকাও দেওয়া হবে না।

চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার আবেদন পদ্ধতি

অনলাইন মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এই জন্য সর্ব প্রথম আপনাকে যে চিটফান্ডে আপনি টাকা রেখেছিলেন, সেই চিটফান্ডের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে। ওপেন করলেই যে সমস্ত ব্যক্তিদের টাকা ইতি মধ্যে দেওয়া শুরু হয়েছে, তাদের একটি তালিকা দেওয়া রয়েছে ওয়েবসাইটে। আপনারা খুব সহজভাবে ডাউনলোড অপশনে ক্লিক করে তালিকাটি ডাউনলোড করে নিতে পারেন।

এরপরে আপনার নাম রয়েছে কিনা একবার মিলিয়ে নিলেই, যদি আপনার নাম থাকে তালিকায় তাহলে আপনি খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন। যাদের নাম তালিকায় দেখবেন না, তারাও চিন্তা করার কোনো কারণ নেই। প্রথম তালিকায় তাদের নাম রয়েছে, তারা টাকা পেয়ে যাওয়ার পরে দ্বিতীয় তালিকা তৈরি করা হবে। যে সমস্ত সাধারণ ও মধ্যবিত্ত মানুষ অনেক কষ্ট করে চিটফান্ড গুলোতে টাকা রেখেছিলেন।

এমন অনেকেই রয়েছেন যাদের বয়স এখন অনেকটাই পেরিয়ে গিয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের কষ্টার্জিত উপার্জনের টাকা ফেরত পাওয়াটাই অনেক খুশির খবর। অনেক ব্যক্তির অনেক দিনের চোখের জল ফেলা এতদিন হয়তো সার্থক হতে চলেছে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য সঙ্গে থাকুন।

আরও পড়ুন:– ২৫,০০০ টাকা বেতনে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল কলেজে কর্মী নিয়োগ চলছে , আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন ,

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন