Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বছর শেষ হওয়ার আগেই মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বিগ আপডেট। আপনারা তো জানেন, দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। ক্রমশ গুণছিলেন দিন। সরকার তবু ডিএ (DA) বৃদ্ধির কোন ঘোষণাই করেনি। তবে রাজ্য সরকার দিল হঠাৎ করে সারপ্রাইজ। বছর শেষের আগেই একলাফে সাত শতাংশ ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। আর এই ঘোষণার পর সরকারি কর্মীদের একাউন্টে ঢুকছে মোটা অংকের টাকা।
Dearness Allowance Hike 2024
সারা বছর ধরে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike) জন্য রাজ্য সরকারি কর্মীরা দাবি তুলে আসছিলেন। আদৌ কি সেই দাবিতে কর্ণপাত করেছিল সরকার? তা নয়।বরং সরকারি কর্মীদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছিল। ঠিক এমন সময় হঠাৎ করেই সরকারের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত। ঠিক যেন নিউ ইয়ার গিফট পেলেন রাজ্য সরকারি কর্মীরা। একলাফে সাত শতাংশ ডিএ বাড়িয়ে দিল সরকার। ইতিমধ্যে যা জানা যাচ্ছে, নতুন সিদ্ধান্ত অনুসারে এবার রাজ্য সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ক্রেডিট হবে। ডিসেম্বরেই জেনে নিন ডিএ সংক্রান্ত নতুন আপডেট।
আরো পড়ুন:- এ বার টোটোয় কিউআর কোড, কী সুবিধা পাবেন যাত্রীরা? জেনে নিন
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল!
নতুন বছর শুরু হতে হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। আর বর্ষশেষের আগেই বড় সুখবর পেলেন রাজ্যের সরকারি কর্মীরা। ৩-৪ শতাংশ নয়, এক ধাক্কায় ৭ শতাংশ ডিএ বাড়িয়ে দিল সরকার। আর সেই সঙ্গেই বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়েও বড় ঘোষণা হয়েছে। দীপাবলির সময় থেকেই একের পর এক সুখবর পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে এবার লক্ষ্মীলাভ হল রাজ্য সরকারি কর্মীদের। সরকারের তরফ থেকে সব কর্মীদের এবং পেনশনভোগীদের ৭% ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে।
সম্প্রতি ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া সকল রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের সুখবর দিয়েছে গুজরাট রাজ্যের সরকার। সংশ্লিষ্ট বিষয়টি উল্লেখ করে যা জানানো হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে। সাধারণত এতদিন রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছিলেন ২৩৯% হারে। ৭% হারে বৃদ্ধির পর বর্তমানে সেটা বেড়ে দাঁড়াল ২৪৬%। আর এবার সরকারের তরফ থেকে জানানো হল, সকল পঞ্চায়েত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল শিক্ষক ও অশিক্ষক কর্মী, বেসরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে।
বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে!
শুধুমাত্র তাই নয়, সেই সঙ্গে গুজরাট স্টেট সার্ভিস পে রিভিশন রুলস ২০০৯-এর অধীন যে সকল কর্মীরা বেতন পাচ্ছেন, তাঁরাও সুবিধা পাবেন। ডিএ বৃদ্ধির ঘোষণার পাশাপাশি সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতাও মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছে গুজরাট সরকার। ইতিমধ্যে জানা যাচ্ছে, জুলাই থেকে নভেম্বর অবধি বকেয়া ডিএ ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে স্থির করা হবে আর ২০২৫ সালের জানুয়ারি মাসে তা দিয়ে দেওয়া হবে। আর এবার সরকারি কর্মীদের পাশাপাশি উপকৃত হবেন পেনশনভোগীরাও। তাঁরা জানুয়ারি মাসে ৫ মাসের বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে যাবেন বলে খবর পাওয়া যাচ্ছে।
এদিকে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের চিত্র অন্য কথা বলছে। বাংলার রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীন মোট ১৪% হারে ডিএ পাচ্ছেন। চলতি বছর দু’দফায় মহার্ঘ ভাতা ৪% হারে ডিএ বাড়িয়েছে সরকার। গত বছর ডিসেম্বর মাসে ডিএ বাড়ানোর সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর চলতি বছরও এমনটা করা হতে পারে বলে অনুমান। ডিসেম্বর মাসের শেষ কিংবা জানুয়ারি মাসের শুরুতে মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর দেওয়া মিলবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। এখন দেখা যাক পশ্চিমবঙ্গ সরকার কি সিদ্ধান্ত নেয়।
আরো পড়ুন:- এক নিমেষে হোয়াটসঅ্যাপেও ChatGPT, ফ্রি পরিষেবা পেতে ডায়াল করুন এই নম্বরে