সুখবর ! রেলে 58 হাজার Group D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল, এখনই বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

railway recruitment

Bangla News Dunia, Pallab : রেলের চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন অবশেষে আপনার জন্য দারুন সুখবর। কেননা রেলের তরফে ইতিমধ্যে ৩২০০০ পদে নিয়োগের ঘোষণা করা হয়েছিল কিন্তু এবার নতুন বছরে চাকরিপ্রার্থীদের জন্য আরও এক দারুন সুখবর। কেননা এবার ৫৮ হাজার শূন্যপদে রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। ৩ জানুয়ারি ২০২৫-এর রেল মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে দেশজুড়ে প্রায় ৬০ হাজার শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে।

railway group d job recruitment

নিচে শূন্য পদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হলো :

পদের নাম :রেল দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এ ক্ষেত্রে বিভিন্ন বিভাগে রেলের গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। শূন্য পদগুলি বিভিন্ন জোন অনুযায়ী ভাগ করা হবে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

শূন্য পদ সংখ্যা : রেল দপ্তর কর্তৃক গত কয়েকদিন আগে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে শূন্য পদ ৩২ হাজারেরও বেশি তবে এবার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে স্পষ্টভাবে শূন্য পদ উল্লেখ করা হয়েছে ৫৮ হাজারেরও বেশি। অর্থাৎ অতিরিক্ত আরো ২৫ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে।

Railway Group D Job Recruitment

বয়সসীমা : আবেদনকারীদের অন্যান্য চাকরির মতো সর্বনিম্ন বয়স থাকা দরকার ১৮ বছর এবং সর্বাধিক ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে। তবে চাকরি প্রার্থীদের এক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে কেটাগরি অনুযায়ী ছাড়েরও ব্যবস্থা করা হয়েছে।

মাসিক বেতন : কেন্দ্র সরকারের রেল দপ্তরের গ্রুপ ডি সমতুল্য প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে। মাসিক বেতন নির্ণয় করা হবে সপ্তম পে কমিশন লেভেল ওয়ান অনুযায়ী।

এবার প্রশ্ন হলো কিভাবে আবেদন করতে হবে :

সাধারণত রেলের সব নিয়োগের ক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়ে থাকে -এই নিয়োগের ক্ষেত্রেও কোন ব্যতিক্রম নয়।

  • প্রথমত প্রার্থীদের সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
  • এরপর আবেদন লিংকে ক্লিক করে সর্ব প্রথমে বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস এবং জরুরি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে
  • এরপর রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু করতে হবে
  • ফরম ফিলাপ চলাকালীন প্রার্থীদের জরুরি তথ্য পূরণ করতে হবে এবং নির্দেশ মতো ডকুমেন্টস আপলোড করতে হবে
  • এরপর প্রার্থীদের ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য জমা করতে হবে
  • সবশেষে একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে :

রেলে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের জন্য প্রথমে আয়োজন করা হয়ে থাকে কম্পিউটার বেস টেস্ট। এক্ষেত্রে মাল্টিপল চয়েজ কোশ্চেন অনুযায়ী প্রার্থীদের যাচাই করা হয়ে থাকে। পরীক্ষায় সফলতা অর্জন করলে পরবর্তীতে অন্যান্য মাধ্যমে দ্বারা যাচাই করে প্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদন করার কিছু গুরুত্বপূর্ণ তারিখ সমূহ :

আবেদন করতে প্রার্থীকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখতে হবে। যদি অফিসিয়াল নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি। চলতি মাসের ২৩ তারিখ আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু হবে এবং আবেদন চলবে ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন