সুখবর! ২০২২ টেট উত্তীর্ণদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের ইতিবাচক সিদ্ধান্ত, জানুন বিশদে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

primary-teachers

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট দুর্নীতি (Primary TET) নিয়ে সকলেই অবগত আছেন। আর এই নিয়েও অনেকেই চিন্তায় আছেন যারা পরীক্ষা দিয়েছেন ও এখন চাকরি পাননি। কিন্তু এবারে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) তরফে এই মর্মে বড় পদক্ষেপ নেওয়া হল। যে সমস্ত টেট পরীক্ষার্থীরা ২০২২ সালের টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন (West Bengal Board of Primary Education).

Primary TET 2022 Passed Candidate Joining Update

সেই টেট পরীক্ষার রেজাল্ট (Primary TET Exam Result) প্রকাশিত হয়েছে প্রায় অনেক দিন হলো। এখনও পর্যন্ত নিয়োগ নিয়ে কোনও ঘোষণা করেননি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করেছেন, যত দ্রুত সম্ভব ২০২২ সালের টেট উত্তীর্ণদের নিয়োগ পত্র দিয়ে দেওয়া হবে। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে এক ঝাঁক নবীন শিক্ষকের।

 

আরো পড়ুন:-গ্যারান্টার ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন, কেন্দ্রের PM বিদ্যালক্ষ্মী যোজনা, জানুন কীভাবে পাবেন?

আরো পড়ুন:-শরীরে থাইরয়েডের জন্য ওজন বাড়ছে হু হু করে? জানুন সমস্যার সমাধান

Primary TET West Bengal

WBSSC ও টেট দুর্নীতি নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। প্রশ্ন পত্র ফাঁস হয়ে যাওয়া নিয়ে, টেট পাস না করেও ম্যারিট লিস্টে অনেক জনের নাম থাকায় সুপ্রিম কোর্টে এখনো কয়েক বছরের নিয়োগ নিয়ে মামলা চলছে। ২০২২ সালের টেটের রেজাল্ট প্রকাশের পরেও নিয়োগ (Primary TET Recruitment) না করে আবার পুনরায় টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিক টেট ২০২২ নিয়োগ

দুই বছর হতে চলল ২০২২ সালের টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে, কিন্তু এখনও নিয়োগপত্র পাননি চাকরি প্রার্থীরা। অন্য দিকে পুনরায় ২০২৩ ডিসেম্বরে নতুন করে টেট পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে ঘোষণা, নতুন করে আর কো Primary TET নয়, সবার আগে ২০২২-র টেট উত্তীর্ণদের নিয়োগ পত্র দেওয়া হবে।

২০২২ সালের টেট পাশ চাকরি প্রার্থীদের নিয়োগ যাতে খুব দ্রুততার সাথে হয়, তাই পর্ষদ ইতিমধ্যে সেই বিষয়ে তৎপরতা দেখাচ্ছে। জেলার স্কুল গুলোর মধ্যে কত করে শূন্য পদ রয়েছে, তার একটা তালিকা জানতে চাওয়া হয়েছে। সরকারের তরফ থেকে জেলার স্কুল গুলো থেকে শূন্য পদের তালিকা পেয়ে যাওয়ার পরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সেই সমস্ত শূন্য পদ গুলি পূরণ করার কাজ শুরু করা হবে।

প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছেন, ২০২২ সালের টেট উত্তীর্ণদের হাতে নিয়োগপত্র দেওয়ার পরেই কাজ শুরু হবে ২০২৩ সালের টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করার। আপাতত ২০২৪ সালে কোন রকম টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে না এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary TET). যেহেতু ২০২২ সালের নিয়োগপত্র দেওয়ার কাজ বাকি রয়েছে।

২০২৩ সালের রেজাল্ট প্রকাশিত করার কাজও বাকি রয়েছে তাই সবার আগে ২০২২ সালের টেট উত্তীর্ণদের নিয়োগ পত্র দেওয়ার কাজ সম্পন্ন করা হবে, তারপরে ২০২৩ সালের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তাদের নিয়োগ পত্র দেওয়ার কাজ সম্পন্ন হবে। এরপরেই নতুন করে টেট পরীক্ষার ঘোষণা করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই ঘোষণা ২০২২ সালের টেট পাস করা চাকরিপ্রার্থীদের জন্য অনেকটাই খুশির খবর।

 

আরো পড়ুন :- DA বাড়াতে অনীহা রাজ্যের, এবার চরম পদক্ষেপের পথে সরকারি কর্মীরা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন