সুপ্রিম কোর্টের নজরে সিভিক নিয়োগ, প্রধান বিচারপতিকে জবাব দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে

By Bangla News Dunia Rajib

Published on:

Civic-Volunteers

Bangla News Dunia , Rajib : দেখতে দেখতে ৩ মাস হতে চলল। কিন্তু তিলোত্তমার বিচার এখনও অধরা। গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের উপর ঘটে যাওয়া নৃশংস ঘটনা তোলপাড় করে দিয়েছিল গোটা দেশে। এমনকি এই ঘটনার তীব্র প্রতিবাদের ঝড় উঠেছিল বিদেশের মাটিতেও। এর পর শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করা হয়। এইমুহুর্তে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছে। আজ সেই মামলার ফের শুনানি বসবে সুপ্রিম কোর্টে।

সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নে রাজ্য!

গত ১৫ অক্টোবর আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। ওই শুনানিতে ডাক্তারদের সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছিল যে, ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার। এদিকে, আরজি করে মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ-খুনের মামলায় যাঁকে গ্রেফতার করা হয়েছে, তিনিও এক জন সিভিক ভলান্টিয়ার। হাসপাতালে দায়িত্বেও ছিলেন তিনি। এর পরেও কেন সিভিক ভলান্টিয়ার নিয়োগে জোর দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলেছিল ডাক্তারদের সংগঠন। তার ফলে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলানোর বিষয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

CBI-কেও পেশ করতে হবে স্ট্যাটাস রিপোর্ট!

জানানো হয়েছিল, ৫ নভেম্বর, মঙ্গলবার, শুনানিতে রাজ্য সরকারকে সিভিক ভলেন্টিয়ার এর নিয়োগ সংক্রান্ত সকল প্রশ্নেরই জবাব হলফনামা আকারে জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। দুপুর ২ টোর পর এই মামলার শুনানি হওয়ার কথা। জানা গিয়েছে আজ CBI-কেও পেশ করতে হবে স্ট্যাটাস রিপোর্ট। কারণ, ইতিমধ্যে আরজি কর মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকেই মূল অভিযুক্ত হিসেবে চার্জশিট পেশ করেছে CBI। তার বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট গঠনও করা হয়েছে শিয়ালদহ আদালতে। আগামী ১১ নভেম্বর থেকে রোজ শুনানি হবে। তদন্তের অগ্রগতি নিয়ে এসব নতুন তথ্য সুপ্রিম কোর্টে জানাবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।

আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসার পর প্রধান বিচারপতি নিজেই এই মামলা গ্রহণ করেছিলেন।কিন্তু ঘটনাচক্রে, ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করতে চলেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আগামী ৯ এবং ১০ তারিখ যথাক্রমে শনি ও রবিবার হওয়ায় শুক্রবারই শেষ বার তাঁর বেঞ্চ বসবে। হিসেব মত আজ অর্থাৎ মঙ্গলবারই শেষ বার আরজি কর মামলা শুনবেন চন্দ্রচূড় যদি না বুধ, বৃহস্পতি এবং শুক্রবার মামলা শুনতে চান তিনি। এখন দেখার পালা মামলার জল কোথায় গিয়ে দাঁড়ায়।

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন