Bangla News Dunia, Pallab : ভারত সরকারের নতুন এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪০ কোটি নাগরিককে ঋণ প্রদান করা হচ্ছে। তাই যে সকল ব্যক্তি নিজের ব্যবসা শুরু করতে আগ্রহী তারা এই প্রকল্পের মাধ্যমে অর্থ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। ভারত সরকারের প্রচেষ্টায় দেশের বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে। যেখানে অল্প সুদে ঋণ প্রদান করা হয়। ইতিমধ্যে দেশের বহু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী প্রকল্পের অধীনে ঋণ নিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন। আপনি প্রকল্পে আবেদনে আগ্রহ প্রকাশ করলে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
নিম্নে ভারত সরকারের এই নতুন প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- প্রকল্পের নাম, কত টাকার ঋণ প্রদান করা হবে, কিভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় নথিপত্র প্রভৃতি বিস্তারিত আলোচনা করা হলো।
ই-মুদ্রা ঋণ (Central Government Scheme) : –
ভারত সরকার দেশের যুবক-যুবতীদের আত্ম নির্ভরতার জন্য ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান চালু করার জন্য যে প্রকল্পের সূচনা করেছেন তার নাম হলো ই মুদ্রা ঋণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আবেদনকারী ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা লোন প্রদান করবেন। ২০১৫ সালে ভারত সরকার ই-মুদ্রা যোজনার সূচনা করেন। ২০২৪-২৫ অর্থ বর্ষের বাজেটে অতিরিক্ত ফান্ড বরাদ্দ করা হবে। তাই এই বছর প্রায় ৪০ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। ভারত সরকারের এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করা। এই টাকায় ব্যক্তিরা ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে ব্যয় করতে পারবে।
ই-মুদ্রা ঋণের শ্রেণীবিভাগ: –
ভারত সরকারের তরফে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য অল্প সুদে ই-মুদ্রা প্রকল্প সূচনা করা হয়েছে। এই মুদ্রা যোজনায় ব্যক্তিদের যে ঋণ প্রদান করা হয়, এই ঋণ প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে যথা-
- শিশু ঋণ
- কিশোর ঋণ
- তরুণ ঋণ
শিশু ঋণে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। কিশোর ঋণ প্রকল্পে আবেদনকারী ব্যাক্তিদের ৫০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ লক্ষ্য টাকা ঋণ প্রদান করা হয়। তরুণ ঋণ প্রকল্পে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম ৫ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। মুদ্রা যোজনা অন্তর্গত যে ঋণ প্রদান করা হয়, এখানে ৯ থেকে ১২ শতাংশ সুদ নেওয়া হয়।
আবেদন পদ্ধতি: –
মুদ্রা যোজনায় আবেদনে আগ্রহী ব্যক্তিদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে www.onlinesbi.in সাহায্য নিতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আবেদন চলাকালীন প্রার্থীর যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, প্যান কার্ড, ব্যবসার প্রমাণপত্র, ব্যাংক স্টেটমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইন আবেদন পত্র জমা দেওয়ার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আবেদন মঞ্জুর করা হয়ে থাকে।
এছাড়াও যে সমস্ত চাকরিপ্রার্থী অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে চান তাদের জন্য সেই পথ খোলা রয়েছে। অফলাইন আবেদনকারী ব্যক্তিদের যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে মুদ্রা যোজনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। আবেদনের ফরম পূরণ হলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ব্যাংকের শাখায় জমা করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র: –
মুদ্রা যোজনায় আবেদনে আগ্রহী ব্যক্তিদের নিম্নলিখিত নথিপত্র আবশ্যিক।
- পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার আইডি প্রভৃতি।
- আবেদনকারী ব্যাক্তির প্যান কার্ড।
- আবেদন কারি ব্যক্তি যে ব্যবসায় যুক্ত রয়েছে তার প্রমাণপত্র।
- ব্যাংক স্টেটমেন্ট (কমপক্ষে ১২ মাসের)
- আয়কর রিটার্ন (২ বছরের) প্রভৃতি।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025