Bangla News Dunia, দিশা দে :- বছরের শেষ সূর্যগ্রহণ দেখা নিয়ে আগ্রহ চরমে ছিল দেশবাসীর। সেই গ্রহণের সাক্ষী থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কোঝিকোড়ের মাটি থেকে চোখ রেখেছিলেন আকাশের দিকে। সেই ঘটনার ছবি তিনি বৃহস্পতিবার সকালে পোস্ট করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। সেই পোস্টের একটি ছবি ‘মিম’ হয়ে উঠবে বলে মন্তব্য করেছিলেন এক টুইটার ব্যবহারকারী। সেই টুইটার ব্যবহারকারীর মন্তব্যের উত্তর দিয়ে আরও একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী। সেখানে মোদী লিখেছেন, ‘মোস্ট ওয়েলকাম…এনজয়’। সঙ্গে দিয়েছেন একটি স্মাইলি।
[ আরো পড়ুন:– হাইকোর্ট আদেশ দিলো সিএএ নিয়ে গণমাধ্যমে প্রচার বন্ধ করতে। ]
সূর্যগ্রহণের দেখতে কেরলের কোঝিকোড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু আকাশ মেঘলা হওয়ায় তিনি যে খুব ভালভাবে তা দেখতে পাননি, সে কথা নিজেই জানিয়েছেন মোদী। বিশেষজ্ঞদের সঙ্গে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করে নিজের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার দাবিও সেই টুইটে করেছেন তিনি। সেই পোস্টের একটি ছবিতে দেখা যাচ্ছে, গ্রহণ দেখার চশমা হাতে নিয়ে আকাশের দিকে আগ্রহ ভরে তাকিয়ে রয়েছেন মোদী।
সেই ছবিকেই মিম বা মজার খোরাক করার প্রচেষ্টা চালান এক দল নেটিজেন। ‘গ্যাপিস্তান রেডিয়ো’ নামের একটি টুইটার হ্যান্ডল সেই ছবিকে মিম করার কথা বলে। নেটিজেনদের এই চেষ্টা নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। গাঁধীগিরি ঢঙে সেই টুইটের জবাব দিয়েছেন তিনি। বলেছেন, ‘সুস্বাগতম…আনন্দ করুন’।