সূর্যের একদম কাছে পৌঁছে যাওয়া আশ্চর্য যান পার্কার কেমন আছে, পরিস্কার করল নাসা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সূর্যের এত কাছে পৌঁছে যাওয়াটা অবশ্যই একটা ইতিহাস। কিন্তু তার চেয়েও বড় কথা হল সেখানে পৌঁছে তা আদৌ কাজ করতে পারছে কিনা বা পার্কার কতটা নষ্ট হয়ে গেল তা পরিস্কার হওয়া। কারণ যেখানে পার্কার পৌঁছে গেছে সেখানে পারদ থাকে ৯৩০ ডিগ্রি সেলসিয়াসে।

সেই উত্তাপ সহ্য করে পার্কার গত ২৪ ডিসেম্বর পৌঁছে যায় সূর্যের সবচেয়ে কাছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৪৭.১২ মিলিয়ন কিলোমিটার। পার্কার সেখানে সূর্যের ৬.১ মিলিয়ন কিলোমিটার দূরত্বে উড়তে থাকে। তাও আবার ৪ লক্ষ ৩০ হাজার মাইল প্রতি ঘণ্টা গতিতে।

আরো পড়ুন:– রাজ্যের প্রাথমিক শিক্ষায় আসছে আমূল বদল, সিলেবাস-পরীক্ষা পদ্ধতিতে কী কী পরিবর্তন হবে? জেনে নিন

সেই ছিল মাহেন্দ্রক্ষণ যখন মানুষের তৈরি কোনও যান সূর্যের এত কাছে পৌঁছে যেতে পারে। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। সূর্যের এতটা কাছে পৌঁছে যাওয়ায় পার্কারের সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটাও তাই পরিস্কার ছিলনা পার্কারের অবস্থা কি? তা আদৌ ঠিক আছে কিনা তাও জানা ছিলনা।

এভাবে ২ দিন কাটার পর ২৬ ডিসেম্বর ফের পার্কার নিজেই যোগাযোগ স্থাপন করে। পার্কারের সঙ্গে যোগাযোগের পর বিজ্ঞানীরা জানতে পারেন পার্কার একদম ভাল আছে।

৯৩০ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে সূর্যের গা ঘেঁষে উড়েও তার কোনও ক্ষতি হয়নি। পার্কার তার কাজ করতে সক্ষম। এটা অবশ্যই মানব ইতিহাসে একটা বড় অধ্যায় লিখে দিল।

আগামী দিনে সূর্যের এত কাছে পৌঁছে পার্কার যে সব তথ্য সংগ্রহ করেছে বা করবে তা সূর্যকে নতুন করে চিনতে এবং তার থেকে আগামী দিনে কোনও আশঙ্কা পৃথিবীর জন্য তৈরি হতে পারে কিনা সে সম্বন্ধে বিস্তারিত জানার সুযোগ পাবেন বিজ্ঞানীরা।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন