সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় বাতিল হাওড়া-দিঘা ট্রেন, কখন স্বাভাবিক পরিষেবা?

By Bangla News Dunia Rajib

Published on:

egds

Bangla News Dunia , Rajib : শনিবার ভোরে হাওড়ার নলপুরে লাইনচ্যুত হয় শালিমারমুখী সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। এখনও লাইনের উপর থেকে সরানো যায়নি ট্রেনের বেলাইন হয়ে যাওয়া কামরাগুলি। ফলে দক্ষিণ-পূর্ব লাইনে ব্যাহত ট্রেন চলাচল। একাধিক ট্রেনের পথ ঘোরানো হয়েছে। কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে আরও ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগবে বলে রেল সূত্রে খবর। আপাতত আপ লাইন চালু করা হয়েছে। প্রায় ৫ ঘণ্টা ট্রেন চলাচল পরিষেবা বন্ধ থাকার পর সকাল ১০টা নাগাদ নলপুর থেকে খড়গপুরের উদ্দেশে রওনা দেয় একটি লোকাল। পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপ লাইনটিকেই সিঙ্গল লাইন হিসেবে ব্যবহার করা হবে বলে রেল সূত্রে খবর।

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন