‘সেনাপতি’র হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বর্ষীয়ান বাম নেতা ! হইচই রাজ্যে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে  তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন সিপিএম নেতা! দলে যোগ দিতেই বাম নেতার কাঁধে তুলে দেওয়া হল গুরুদায়িত্ব। না, রজ্যের কোনও বাম নেতা ‘সেনাপতি’র হাত ধরে জোড়াফুলে আসেননি। জোড়াফুলে যোগ দিয়েছেন কেরলের প্রাক্তন সিপিএম নেতা পিভি আনভার (PV Anvar)। সোমবার রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তাদের অফিশিয়াল পেজে এখবর জানানো হয়েছে।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন

কে এই পিভি আনভার?

পিভি আনভার কেরলের (Kerala) রাজনীতির আঙ্গিনায় অতি পরিচিত মুখ। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি সিপিএমের (CPM) বিধায়ক ছিলেন। বিধায়ক থাকাকালীন দলের দুর্নীতি নিয়ে মুখ খোলায় তাঁকে দল থেকে বহিষ্কার করে তৎকালীন সরকার পিনারাই বিজয়ন। এরপর নির্দল প্রার্থী হিসেবে নীলাম্বুর কেন্দ্র থেকে তিনি নির্বাচনে লড়াই করেন। অধুনা কেরলের রাজনৈতিক পরিসরের অন্দরে কান পাতলে শোনা যায়, কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আরও জোরদার লড়াই করতে গত বছর থেকেই তৃণমূল শিবিরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন আনভার। সেই জল্পনাকে সত্যি করে নতুন বছর পড়তেই আনভারের তৃণমূলের যোগদানের খবর সামনে এল। ১০ জানুয়ারি থেকে তাঁর নতুন পরিচয় কেরলের একমাত্র তৃণমূল নেতা হিসেবে। এখন দেখার আনভারের সঙ্গে হাত মিলিয়ে কেরলে আগামীতে জোড়াফুল ফোটে কিনা।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন