রাজ্যে ফের গ্রেফতার 5 বাংলাদেশি, এক বছরেরও বেশি সময় ধরে তারা কি করছিল এখানে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি। ধৃতদের সোমবার পেশ করা হবে বারুইপুর আদালতে। গোপন সুত্রে খবর পেয়ে বৈকুন্ঠপুর এলাকা থেকে তাদের এই পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। কীভাবে ও কী কারণে তাঁরা এখানে এসেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

এক বছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিলেন এই পাঁচজন বাংলাদেশি। এলাকার বাসিন্দাদের সঙ্গে তেমন ভাবে মেলামেশা করতেন না এরা কেউ। ফলে তাদের সম্পর্কে প্রতিবেশীরাও কেউই বিশেষ একটা কিছু জানেন না বলেই জানিয়েছেন সকলে। তবে যে বাড়িতে এরা থাকতেন, সেই বাড়ির মালিক এখন পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশিদের প্রত্যেকেই পুরুষ। তারা একটি জামাকাপড় তৈরির কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। বেআইনিভাবে তারা ভারতে আসেন। সোনারপুরের বৈকুন্ঠপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করেছিলেন।

দক্ষিণ 24 পরগনা জেলার সীমানা সংলগ্ন এলাকা দিয়ে বহু বাংলাদেশির অনুপ্রবেশের অভিযোগ মাঝেমধ্যেই ওঠে। সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঢুকে তাঁরা কিছুটা শহরঘেঁষা এলাকাগুলিতে এসে স্থানীয় মানুষজনের সঙ্গে মিশে যেতে চায়, যাতে সহজে তাঁদের দেখে কারও মনে কোনও রকম সন্দেহ না হয়।

সম্প্রতি বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বিভিন্ন সীমান্ত দিয়েই অনুপ্রবেশ ঘটছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। তাই নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত সুরক্ষায়। তবে বৈকুণ্ঠপুর থেকে ধৃতরা সম্প্রতি আসেননি, বছর খানেক আগেই তারা ঢুকেছেন এপারে। কোন পথ দিয়ে এরা এসেছেন বা এখানে আসার আলস কারণ কী ? এই সব প্রশ্নের উত্তর পেতে ধৃতদের জেরা করেতে চাইছে পুলিশ।

আরও পড়ুন:– স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন

আরও পড়ুন:– বেড়ালের রহস্যমৃত্যুতে হলো ময়নাতদন্ত, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন