Bangla News Dunia , অমিত : আর মাত্র কয়েকদিন পরেই তৃতীয় দফার ভোট হতে চলেছে। তবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা তুঙ্গে, সেই সঙ্গে রাজনীতির তাপমাত্রাও তুঙ্গে। দক্ষিণবঙ্গের যে কেন্দ্রটিতে সবচেয়ে বেশি মানুষের নজর রয়েছে তা হল যাদবপুর লোকসভা কেন্দ্র। তার কারণ এই কেন্দ্রে বিজেপি ও তৃণমূল এই দুই দলের মধ্যে নয়, এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে চলেছে। এই কেন্দ্রে বাম, তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই হতে চলেছে। যার ফলে এক প্রকার নিশ্চিত করে কেউ বলতে পারছে না কেন্দ্রে কে জিতবে। তবে ইতিমধ্যেই বাম, তৃণমূল ও বিজেপির প্রার্থীরা তাদের লোকসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছে প্রচন্ড গরম ও রোদ উপেক্ষা করেও তারা প্রচার চালাচ্ছে।
এদিন সোনারপুর উত্তর, মন্ডল ৫ , বাঘেরখোল থেকে রক্ষিতের মোড় পর্যন্ত শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের সমর্থনে জনসংযোগ যাত্রা অনুষ্ঠিত হয়। ওই জনসংযোগ যাত্রায় অংশ নিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলি। সাধারণ মানুষের পক্ষ থেকে ৮ থেকে ৮০ সকলেই রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের প্রার্থীকে আশীর্বাদ করেন । নরেন্দ্র মোদির বিভিন্ন উন্নয়ন বিষয়ক স্লোগান এবং জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয় সমগ্র এলাকা। দীর্ঘকাল ভাঙ্গড়ের মানুষ যে অবহেলা – বঞ্চনা – হিংসা সহ্য করেছেন তার অবসান ঘটানোর আশ্বাস দেন ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়।
পাশাপাশি এদিন শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের সমর্থনে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলি মহাশয়ের নেতৃত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে তিনি বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, দীশাহীন দিগভ্রান্ত জোট গড়ে কিছু দল শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের ব্যর্থ বিরোধিতা করছে। আদর্শহীন – লক্ষ্যহীন – তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম – এর অশুভ জোট হাজারো ষড়যন্ত্র করে বিজেপিকে হারাতে পারবে না। তাদের ক্ষমতা নেই শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কে পরাজিত করার। মানুষ আবারো শ্রী নরেন্দ্র মোদী মহাশয়কেই প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন, মানুষের আশা – ভরসা তাঁর ওপরেই আছে।
অতীতে জয়ের সমস্ত রেকর্ড হয়তো ভেঙে যেতে চলেছে এবারে নির্বাচনে অভিমত সকলের। প্রখর রৌদ্রেও বিপুল পরিমাণে জনসমর্থন এবং মানুষের ভালোবাসা সেই ইঙ্গিত দেয় ! কর্মী সমর্থকরা জানাচ্ছেন যাদবপুরের মানুষ তাঁকে দুহাত ভরে আশীর্বাদ করবে সে বিষয়ে নিশ্চিত তারা।
অন্যদিকে নরেন্দ্র মোদির বিভিন্ন জনমুখী প্রকল্পে মানুষ উপকৃত তবে বেশিরভাগ ক্ষেত্রেই এ রাজ্যের সরকার কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধীতা করতে গিয়ে সাধারণ মানুষকে ব্রাত্য রেখেছে । বরং কেন্দ্রের টাকা দিয়ে প্রকল্পের নাম পরিবর্তন করে একাধিক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। জেলে রয়েছে নেতা থেকে মন্ত্রী সকলেই। স্থানীয় হোক কিংবা জেলা স্তরে বা রাজ্যস্তরের বিভিন্ন অন্যায় অত্যাচার ব্যভিচার একমাত্র প্রতিরোধ করতে পারবে বিজেপি তাই জয় শুধু সময়ের অপেক্ষা, এমনই মত যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির নেতা নেত্রীদের।
তবে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর বিধানসভা এলাকায় বিজেপির বিভিন্ন সভাতে ও মিছিলে মানুষের যেই জনসমর্থন বিজেপির প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় পেয়েছেন তাতে করে কি বাম ও তৃণমূলকে ভাবাতে বাধ্য করবে যে তারা ওই বিধানসভা এলাকা থেকে লিড পাবে কিনা। এরই সাথে ভাঙ্গড় ছাড়া যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রেই মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছে বিজেপি । আর সোনারপুরেও একই ভাবে মানুষের জনসমর্থন পাচ্ছে বিজেপি। যার ফলেই প্রশ্ন আসছে সোনারপুরে বিজেপির জনসমর্থন কি তৃণমূল ও বামেদের ভাবাবে ?