সৌরজগতে প্রাণের হদিশ পেল বিজ্ঞানীরা ! জানুন কোথায় ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

analog-space-mission

Bangla News Dunia , Pallab : শনির উপগ্রহে কী প্রাণী বসবাস করে ? মিথেনের অস্তিত্ব এখন বিজ্ঞানীদের ভাবাচ্ছে নতুন করে। সম্প্রতি এক গবেষণায় জোরদার প্রমাণও মিলেছে। উপগ্রহ টাইটানে প্রাণের অস্তিত্ব নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। সম্প্রতি হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এর সপক্ষে পাওয়া গেল জোরদার প্রমাণ।

আরো পড়ুন : যুবশ্রী নয়, বেকারদের এই প্রকল্পে মাসে ২০০০ টাকা দেবে রাজ্য সরকার, শুরু রেজিস্ট্রেশন প্রক্রিয়া

টাইটানের উপরিভাগে কঠিন বরফের স্তর রয়েছে। বিজ্ঞানীদের ধারণা এই স্তরের নিচে মিথেন গ্যাস থাকতে পারে। যা আদতে একটি জৈব যৌগ। জৈব যৌগ থাকার অর্থ পরবর্তীকালে কোনও প্রাণী সেখানে থাকলে তাঁর বাঁচার মতো অনুকূল পরিবেশ তৈরি হবে। এছাড়াও, নতুন প্রাণ জন্ম নিতে পারবে।

বিজ্ঞানী তথা এই গবেষণার অন্যতম গবেষক লরেন সুরমিয়ের সংবাদমাধ্য়মকে বলেন, টাইটানে বিভিন্ন আগ্নেয়গিরির মুখ যথেষ্ট অগভীর। অন্যান্য উপগ্রহ গুলিতে এই মুখ আরও গভীর হয়। #Short News

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন