সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ঘুষের প্রস্তাব আদানির ! গ্রেপ্তারি পরোয়ানা জারি মার্কিন প্রশাসনের

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ফের বিপাকে পড়লেন আদানি গ্রুপের (Adani Group) চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)। এবার ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ উঠেছে (Bribery and fraud scheme)। জানা গিয়েছে, ভারতীয় সৌরবিদ্যুৎ প্রকল্পের (Solar power plant project) জন্য ভারতের সরকারি আধিকারিকদের প্রায় ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। ভারতীয় মূল্যে যা প্রায় ২২৩৭ কোটি টাকা। সূত্রে খবর, গৌতম আদানির ভাইপো সাগর আদানির বিরুদ্ধেও এই মামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাঁদের দুজনের বিরুদ্ধেই ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা (Arrest warrants) জারি করেছে মার্কিন প্রশাসন।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে সরকারি আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কারণ ওই প্রকল্পের বরাত পেলে আগামী ২০ বছরে ২ বিলিয়ন ডলার লাভ করা সম্ভব ছিল আদানি গোষ্ঠীর। গৌতম, তাঁর ভাইপো সাগর সহ সাতজনের বিরুদ্ধে এই ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাতে জানানো হয়েছে, ভারতের সরকারি আধিকারিকদের মোটা অঙ্কের টাকার ঘুষের প্রস্তাবের পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দিয়েছে আদানি গোষ্ঠী। আর যাতে প্রভাবিত হয়ে আদানিদের সংস্থায় বিপুল বিনিয়োগ করেছেন মার্কিন বিনিয়োগকারীরা। গৌতম এবং সাগর আদানি ছাড়াও ‘আদানি গ্রিন এনার্জি লিমিটেডে’র সিইও বিনীত জৈনও এই মামলায় অভিযুক্ত রয়েছেন।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন