স্কুলের অনুষ্ঠানে ফাঁসির কাঠে ৩ কিশোর, ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২৬ জানুয়ারি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল একটি স্কুলে। অনুষ্ঠান চলাকালীন তিনটি ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। তাদের পরনে বন্দিদের পোশাক এবং মাথা কালো কাপড়ে ঢাকা। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বাংলা নিউস দুনিয়া ’।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে। সেখানে বন্দিদের মতো সাদা-কালো পোশাক পরে ফাঁসিকাঠে ঝুলছে তিনজন। দেখা যাচ্ছে, গলার দড়িটি বেশ বড়। সেটা গলায় চিপে বসে নেই। তবে পিঠ থেকে বেল্টের সাহায্যে উপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে তিন জনকে। এমনকী তাদের মাথা ঢাকা দেওয়া কালো কাপড়ে। এরা কেউই বন্দি নয়, প্রত্যেকেই স্কুল পড়ুয়া। মনে করা হচ্ছে এটি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেরই একটি অংশ। ঘটনাটি কোন স্কুলের তা জানা যায়নি।

আরও পড়ুন:– টাকা দিয়ে কি সুখ কেনা যায় ? কি বলছে সাম্প্রতিকতম গবেষণা ?

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ১.৪ মিলিয়ন ভিউ পেয়েছে। ভাইরালও হয়েছে দ্রুত গতিতে। সঙ্গে কমেন্টেরও ঝড় বয়ে গিয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে নানা রকম বিতর্ক। প্রশ্ন উঠছে স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। স্কুল-কলেজের নাটক মানেই নানা রকম মজাদার মুহূর্ত। কিন্তু এই ক্ষেত্রে ভিডিয়োটি দেখে চমকে উঠেছেন অনেকেই।

একজন কমেন্ট করেছেন, ‘ঘটনাটির অবশ্যই তদন্ত করা উচিত। যাতে কেউ আর এই জাতীয় অনুষ্ঠান আয়োজন করার সাহস না পায়।’ অন্য একজন কমেন্ট করেছেন, ‘এই ধরনের ভিডিয়ো দেখার পর যদি কোনও দুর্ঘটনা ঘটে যায় তা হলে তার দায়ভার কে নেবে।’ আরেক জন্য কমেন্ট করেছেন, ‘সরকার ও পুলিশের উচিত এই স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। খুব খারাপ পরিস্থিতি।’

আরও পড়ুন:– রাজ্যে PM পোষন স্কিমের অধীনে চাকরি! মাসিক ১৮,০০০ টাকা বেতন, বিস্তারিত দেখে নিন

আরও পড়ুন:– প্রায় 63 বছর 8 বড় পরিবর্তনের সম্ভাবনা নতুন আয়কর বিলে । নতুন আইন সম্পর্কে জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন