স্কুলের শৌচাগারে নিগৃহীত দ্বিতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় ২ সহপাঠী

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্কুলের শৌচাগারের মধ্যে আট বছরের এক বালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল কর্নাটকের মান্ড্যতে। আর সেই অভিযোগের তির স্কুলেরই দুই পড়ুয়ার বিরুদ্ধে। সোমবার পুলিশ জানিয়েছে, ৩১ জানুয়ারি স্কুলের শৌচাগারে এই ঘটনাটি ঘটেছে। যদিও গতকাল, রবিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতার মা।

পিটিআই সূত্রের খবর, নিগৃহীতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, নিগৃহীতা মান্ড্যর একটি সরকারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ওই স্কুলেরই ২ পড়ুয়া ওই খুদেকে শৌচাগারে নিয়ে যায়। সেখানে আট বছরের বালিকাকে জামাকাপড় খোলার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, লাঠি দিয়ে ওই খুদেকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। নিগৃহীতার মায়ের অভিযোগ, তাঁর মেয়ের যৌনাঙ্গেও আঘাত করা হয়। যে ২ পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ, তাদের একজন নিগৃহীতার ক্লাসেই পড়ে, অন্যজন উঁচু ক্লাসের পড়ুয়া। পুলিশ জানিয়েছে, অত্যাচারের পরে মুখ না খোলার জন্য হুমকি দেওয়া হয়েছিল দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে। পরে বাড়ির লোকের কাছে ঘটনাটি জানায় নিগৃহীতা।

আরও পড়ুন:– রাজ্যে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

এর পরে নিগৃহীতার বয়ানের ভিত্তিতে পকসো (Pocso) আইনে মামলা দায়ের করা হয়েছে। পিটিআইকে মান্ড্যর এসপি মল্লিকার্জুন বালাদান্ডি জানিয়েছেন যে, মামলার ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে। তদন্তের জন্য স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, ওই নাবালিকার শারীরিক পরীক্ষায় যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মেলেনি। অভিযুক্ত দুই জন পড়ুয়ার বয়ানও নেওয়া হচ্ছে। মান্ড্যর এসপি জানিয়েছেন, আপাতত সব পক্ষের বয়ান ভালো ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন কর্নাটকের বিজেপির রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র। রাজ্যে এমন ঘটনা ক্রমশ বাড়ছে বলে অভিযোগ তুলে এই ধরনের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন