Bangla News Dunia, Pallab : চলতি বছরের আগস্ট মাস থেকেই উত্তাল বাংলাদেশ। ক্রমেই সমাজে টিকে থাকার জন্য অস্তিত্বের লড়াই করে চলেছে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। অনেকেই আবার নিজের এবং পরিবারের প্রাণ বাঁচাতে ওপার বাংলা ছেড়ে এপার বাংলা অর্থাৎ ভারতে আসতে চাইছে। তাও আবার বেআইনি পথে। তাইতো বিগত বেশ কয়েকদিন ধরেই ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ধরা পড়েছেন বেশ কয়েকজন বাংলাদেশিদের। এরই মাঝে আবার গত কয়েকদিনে ভোরে কুয়াশা বেশ বেড়েছে। যার ফলে অনুপ্রবেশকারীদের সুবিধা হচ্ছে জওয়ানের চোখে ধুলো দিয়ে প্রবেশ করতে। অপরদিকে বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ। তাতেও চিন্তিত মোদি সরকার।
বাংলাদেশিদের চিহ্নিত করতে নেমেছে পুলিশ
তদন্তে দেখা যাচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশীদের। এদিকে সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। নিজেদের মতো করে ভোট পরিকল্পনা করছে রাজনৈতিক দলগুলো। অন্যদিকে আবার দিল্লিতে অবৈধ ভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করতে অভিযানে নেমেছে পুলিশ। আর এই নির্দেশ খোদ দিয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। তাই সেই নির্দেশ মত এই আবহে গত ১২ ডিসেম্বর শুরু হয়েছিল তদন্ত। আর সেই রিপোর্টে উঠে আসে ভয়াবহ তথ্য। একদিনেই নাকি ২০ জন বাংলাদেশিকে চিহ্নিত করেছিল দিল্লি পুলিশ।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
বাংলাদেশি ছাত্রছাত্রীদের চিহ্নিত করতে নোটিশ
জানা গিয়েছে, দিল্লির কালিন্দি কুঞ্জ, শহিরবাগ, জামিয়া নগরেও একই ধরনের অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। সেখনে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের আইডি কার্ড ও আধার পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দিল্লি কর্পোরেশনের ডেপুটি কমিশনার অবৈধ বাংলাদেশি ছাত্রছাত্রীদের চিহ্নিত করতে সমস্ত স্কুলকে নোটিশ পাঠিয়ে দিয়েছেন। যেখানে স্পষ্ট করে লেখা আছে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দখল করে থাকলে তাদের অবিলম্বে অপসারণ করতে হবে। পাশাপাশি জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যেন জন্মের শংসাপত্র জারি না করে।
এর আগে বাংলাদেশের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছিল চার হিন্দু অনুপ্রবেশকারীকে। জানা যায় এই ৪ জনকেই দেবনগড় ইউনিয়নের সুকানী সীমান্তের ৭৪০ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।
আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা
আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা