Bangla News Dunia, Pallab : ২০২৫-২৬ আর্থিক বছরের ব্যয় বরাদ্দকে কেন্দ্র করে গোটা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্প সংস্থার মধ্যে সকাল থেকে বেশ চড়েছিল প্রত্যাশার পারদ। অবশেষে সেই চিন্তার অবসান ঘটল। বিদ্যুৎ, কৃষি এবং ক্ষুদ্রশিল্প-সহ ছ’টি ক্ষেত্রে সংস্কার প্রসঙ্গে বড় ঘোষণা করা হল বাজেটে। এমনকি বাজেটে এবার স্বাস্থ্যখাতে এবং শিক্ষাক্ষেত্রে নজিরবিহীন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ক্যানসার নিরাময়ে জোর দেওয়ার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবস্থা আরও উন্নত করা নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা
তৈরি হবে ৫০ হাজার অটল টিঙ্কারিং ল্যাব
পড়ুয়াদের যাতে পাঠ্যবই থেকে ছেলেমেয়েদের নজর না কমে তার জন্য বাজেটে এক নতুন প্রকল্প আনা হয়েছে শিক্ষাক্ষেত্রে। আর সেই নয়া প্রকল্পের নাম হল ‘ভারতীয় ভাষা পুস্তক স্কিম’। এই প্রকল্পে শিক্ষার্থীরা বিনা মূল্যে ডিজিটাল বই পড়ার সুবিধা পাবেন। ১২টি ভারতীয় ভাষাতেই থাকবে সেই ডিজিটাল বইতে। এছাড়াও দেশের মাধ্যমিক বিদ্যালয় ও গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং পড়ুয়াদের ঔৎসুক্য ও বিজ্ঞানমনস্কতা বাড়াতে স্কুলগুলিতে বসানো হতে চলেছে ৫০ হাজার অটল টিঙ্কারিং ল্যাব বা ATL। আশা করা যাচ্ছে এই ATL স্কিম পুরোদস্তুর বাস্তবায়িত করার জন্য আগামি পাঁচ বছরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে শুধু শিক্ষাক্ষেত্রে নয় স্বাস্থ্য ক্ষেত্রেও নেওয়া হচ্ছে বড় উদ্যোগ।
২০০টি ডেকেয়ার ক্যান্সার সেন্টার বসানোর প্রয়াস
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে স্বাস্থ্য ব্যবস্থায় ইন্টারনেটকে কাজে লাগানো হবে। অবশেষে সেই আলোচনায় সবুজ সংকেত দিল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, আগামি তিন বছরের মধ্যে দেশের সমস্ত জেলা হাসপাতালে ‘ডেকেয়ার ক্যান্সার সেন্টার’ বসানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লক্ষ্যমাত্রা হিসেবে ২০২৫-২৬ অর্থবর্ষে ২০০টি সেন্টার তৈরির আশ্বাস দেওয়া হয়েছে বাজেট ঘোষণায়। শুধু তাই নয় চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেটে ওষুধের দাম নিয়েও এবার বড় উদ্যোগ নেওয়া হল। ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর থেকে সরাসরি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। পাশাপাশি ৬টি জীবনদায়ী ওষুধের উপরেও শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংযুক্ত হবে আরও ১০ হাজার আসন
দেশে মেডিক্যাল কলেজ নিয়েও নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিসাব করে দেখা গিয়েছে গত তিন বছরে মেডিক্যাল কলেজগুলিতে ১ লক্ষের বেশি আসন বৃদ্ধি করেছে কেন্দ্র। কিন্তু এই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নেওয়া হল এই পূর্ণাঙ্গ বাজেটে। জানা গিয়েছে আগামী বছরে তা আরও ১৩০ শতাংশ বর্ধিত করে ১০ হাজার আসন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তাএবং চুক্তিভিত্তিক কর্মীদেরও ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’র আওতায় নিয়ে আসা হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যার দরুন দেশের প্রায় ১ কোটি চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন বলে মনে করছেন তিনি।
তবে এবারের বাজেটে ডেলিভারি বা গিগ কর্মীদের জন্যও নেওয়া হল এক বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। গিগ কর্মীদের কেন্দ্রীয় সরকার সচিত্র পরিচয়পত্র দেওয়ার ঘোষণা করল এবং শীঘ্রই ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি স্বাস্থ্যবিমার সুযোগও থাকছে ওই সব কর্মীদের জন্য। যার ফলে মোট ১ কোটি গিগ কর্মী স্বাস্থ্য ও বিমার সুবিধা পাবেন।
আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের
আরও পড়ুন:– কলকাতা সিটি সিভিল কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন