স্কুল ফি ৪.২৭ লক্ষ টাকা ! ভালো মানের শিক্ষা কি মধ্যবিত্তের জন্য বিলাসিতা মাত্র ?  

By Bangla news dunia Desk

Published on:

schools

Bangla News Dunia, দীনেশ :- ভারত জুড়ে বেসরকারি স্কুলগুলিতে ক্রমবর্ধমান ফি অভিভাবকদের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নিজের সন্তানদের ভালো মানসম্পন্ন শিক্ষা দেওয়ার ক্ষমতা নাগালের বাইরে চলে যাচ্ছে মধ্যবিত্তের৷ অনেক বেসরকারি প্রতিষ্ঠান অত্যধিক টিউশন ফি দাবি করে, সঙ্গে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ (extracurricular activities), বই এবং পরিবহনের জন্য অতিরিক্ত চার্জ। যা মধ্যবিত্ত পরিবারের ওপর চাপিয়ে দিচ্ছে একটি ভারী আর্থিক বোঝা। এই উদ্বেগগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন এর আগেও অনেকবার উত্থাপিত করেছেন,তবে পরিস্থিতি পরিবর্তন হয়নি একটুও। এক্স হ্যান্ডেলে করা এক ব্যাক্তির পোস্ট এই কথাটি আবার জনসমক্ষে তুলে ধরেছে যে, মধ্যবিত্তের জন্য “ভালো মানের শিক্ষা একটি বিলাসিতা”।

আরো পড়ুন :- পুরুষের মধ্যে বাড়ছে যৌন_সমস্যা ! জানুন বিভিন্ন কারণ সহ প্রতিকার

আরো পড়ুন :- চরম হুঁশিয়ারির মুখে ইউনূস সরকার !

ঋষভ জৈন(Rishabh Jain) নামের এক ব্যাক্তি তাঁর এক্স হ্যান্ডেলে জয়পুরের(Jaipur) একটি স্কুলের ফি কাঠামোর স্ক্রিনশট শেয়ার করেছেন। তিনি জানান, তাঁর মেয়ের ক্লাস ১-এ ভর্তি হওয়ার জন্য পুরো বছরের খরচের পরিমাণ দাঁড়াচ্ছে ৪.২৭ লক্ষ টাকা। নিজের হতাশা ব্যাক্ত করে তিনি লিখেছেন, “এটি ভারতে মানসম্পন্ন শিক্ষার মূল্য। আপনি বছরে ২০ লক্ষ টাকা উপার্জন করলেও কি তা বহন করতে পারবেন? – না”। এই পোস্টটি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে বহু নেটিজেনের। ভারতে ভালো মানের শিক্ষা যে মধ্যবিত্তের জন্য একটি বিলাসিতা মাত্র সেই কথাও মেনে নিয়েছেন বহু মানুষ। কেউ কেউ আবার সরকারি স্কুলে পড়ারও পরামর্শ দিয়েছেন।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন