Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতা শুরু আগে চাঙ্গাভাব দেখা গিয়েছিল দেশের শেয়ার বাজারে। আগের দিনের ক্লোজিংয়ের থেকে হাই পয়েন্টে শনিবার যাত্রা শুরু করেছিল সেনসেক্স ও নিফটি৫০। কিন্তু বেলা গড়াতেই সেই ধারা বজায় থাকেনি। কয়েকটি সেক্টরের স্টক ভালো পারফর্ম করলেও বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর বেশ কিছু সেক্টরের স্টকের দাম হুড়মুড়িয়ে কমেছে। তবে দিনের শেষে সেনসেক্স, নিফটি৫০-র গ্রাফ রয়েছে ফ্ল্যাট। অর্থাৎ আগের দিনের থেকে পয়েন্টে বিশেষ পরিবর্তন হয়নি।
কেন্দ্রীয় বাজেটের জন্যই শনিবার খোলা ছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। আশা জাগলেও দিনের শেষে বড় ফারাক হয়নি এই সব এক্সচেঞ্জের সূচকের। শনিবার বাজার বন্ধের সময়ে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স বেড়েছে মাত্র ৫.৩৯ পয়েন্ট। যৎ সামান্য এই বৃদ্ধির পর সেনসেক্স রইল ৭৭ হাজার ৫০৬ পয়েন্টে। সেনসেক্স সামান্য বাড়লেও নিফটি৫০ কমেছে ২৬.২৫ পয়েন্ট। বাজেটের পর নিফটি দাঁড়িয়ে ২৩ হাজার ৪৮২ পয়েন্টে।
আরও পড়ুন:– WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
নির্মলার বাজেট ঘোষণার দিনে বেশ কয়েকটি সেক্টর যেমন পজ়িটিভে রয়েছে। তেমনই বেশ কিছু সেক্টরের লস হয়েছে। নিফটি এফএমসিজি ৩ শতাংশ, নিফটি রিয়েলটি ৩.৩৮ শতাংশ, নিফটি মিডিয়া ২.২১ শতাংশ, নিফটি অটো ১.৯১ শতাংশ বেড়েছে। নিফটি ট্যুরিজ়মও পজ়িটিভে রয়েছে।
যদিও ব্যাঙ্ক, আইটি, ফার্মার মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরের গ্রাফ নিম্নমুখী রয়েছে। নিফটি পিএসইউ ব্যাঙ্ক ১.৫৯ শতাংশ, নিফটি মেটাল ১.২০ শতাংশ, নিফটি ফার্মা ০.৪৮ শতাংশ, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ১.৪২ শতাংশ, নিফটি এনার্জি ২.১৩ শতাংশ, নিফটি আইটি ১.৪৮ শতাংশ, নিফটি ইন্ডিয়া ডিফেন্স ৩.০৭ শতাংশ কমেছে। ভারতীয় রেলের সঙ্গে জড়িত বিভিন্ন স্টকের দামও পড়েছে বাজেটের দিনে। ডিফেন্সের স্টকগুলিও এ দিন প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা