স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং টেকনোলজি লিমিটেডের আইপিও গত সপ্তাহেই দারুণ সাড়া পেয়েছিল বাজার থেকে। এই আইপিও কেনার জন্য ১৮৫ গুন বেশি আবেদন জমা পড়েছিল। সেই অ্যালটমেন্টও হয়েছে। ১৩ জানুয়ারি সোমবার দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্ত হলো এই সংস্থার। লিস্টিংয়ে প্রত্যাশা মতোই ইস্যু প্রাইসের থেকে বেশি দাম উঠেছে এই সংস্থার শেয়ারের। এই দাম বৃদ্ধির ইঙ্গিত আগেই মিলেছিল জিএমপি থেকে। এই সংস্থার আইপিও-র ইস্যু প্রাইস ছিল ১৪০ টাকা। সোমবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ১৭২ টাকায় লিস্টিং হয়েছে স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিংয়ের। যা ইস্যু প্রাইসের থেকে ২২.৮ শতাংশ বেশি। বম্বে স্টক এক্সচেঞ্জে ইস্যু প্রাইস থেকে ২৫.৭১ শতাংশ বেড়ে ১৭৬ টাকায় লিস্টেড হয়েছে।

আরও পড়ুন:– মহাকাশে এই প্রথম ভেসে বেড়ানো শুরু করল প্রকৃতির দান, লেখা হল নতুন ইতিহাস

স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং লিমিটেড আইপিও-র মূল্য ছিল ৪১০ কোটি টাকা। এর মধ্যে দেড় কোটি ফ্রেশ শেয়ার ইস্যুর মাধ্যমে ২১০ কোটি টাকা তুলেছে এই সংস্থা। ১.৪৩ কোটি শেয়ার অফার ফর সেলের মাধ্যমে ২০০ কোটি টাকা তুলেছে স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং। আইপিও আসার আগেই অ্যাঙ্কর ইনভেস্টরদের থেকে ১২৩ কোটি টাকা তুলেছিল এই সংস্থা। ১৩৩-১৪০ টাকা ছিল এর প্রাইস ব্যান্ড। ৬ থেকে ৯ জানুয়ারি চলেছিল এর সাবস্ক্রিপশন। এই আইপিও-র লট সাইজ় ছিল ১০৭।

ফার্মা এবং কেমিক্যাল সেক্টরের জন্য ইঞ্জিনিয়ারিং ইক্যুইপমেন্ট তৈরি করে স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং টেকনোলজি লিমিটেড। আইপিও-র মাধ্যমে বাজার থেকে তোলা বিপুল অঙ্কের টাকা দিয়ে মূলধন বৃদ্ধির পাশাপাশি অপারেশনাল এফিসিয়েন্সি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে এই সংস্থার। সে জন্য বিভিন্ন মেশিনারিতে কেনাতে লগ্নি করবে এই সংস্থা। বিশেষজ্ঞরাও মনে করছেন, এই সংস্থার শেয়ার আগামী দিনে ভালো রিটার্ন দেবে।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– একরত্তি মেয়ের চিকিৎসায় বিপুল খরচ, অভিষেকের দ্বারস্থ পরিবার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন